Search
Close this search box.

অধিনায়ক সাকিবকে সময় দিতে বললেন তামিম

অধিনায়ক সাকিবকে সময় দিতে বললেন তামিম

মিথুন আশরাফ ॥ খুব বেশিদিন সময় নেই। আর ১০দিন পরই ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরআগে টেস্ট দলের নেতৃত্ব বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে তুলে দেওয়া হয়েছে। আবার অধিনায়ক হয়ে সাকিব কেমন করবেন? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে সাকিবকে টেস্ট নেতৃত্বে সময় দিতে হবে বলেই জানান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল।

সাংবাদিকদের তামিম বলেছেন, ‘আমি ওর অধিনায়কত্বে দু’বার খেলেছি। কেননা ও এর আগে দু’বার অধিনায়ক হয়েছে। ২০১১ এর আগে এবং শেষবার যখন ছিল। এটা রকেট সাইন্স না। আমরা জানি, তার ক্রিকেটীয় মস্তিষ্ক খুব ভালো। আর আমি নিশ্চিত, টেস্ট দলের অধিনায়ক হওয়াটা সহজ কিছু নয়।’

‘এই ফরমেটে ফলাফল আমাদের পক্ষে আসে না। আমি যখন অধিনায়ক হয়েছি, তখন বলেছি যে আমার অনেক সময় দরকার। সাকিবের ক্ষেত্রেও তাই। তাকে আপনার সময় দিতে হবে। ধৈর্যহারা হলে হবে না। এই ফরম্যাটে আমরা ভালো খেলি না। আশা করি ২-৩ বছরে টেস্টে আমরা ভালো দল হবো।’

এর আগে ২০০৯ ও ২০১৭ সালে টেস্ট অধিনায়ক হয়েছিলেন সাকিব। অধিনায়ক হিসেবে ১৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দুই মেয়াদে। এর মধ্যে ৩টি জয় ১১টি হারের স্বাদ পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেতৃত্ব পেয়েই সিরিজ জিতেছিলেন। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিদেশের মাটিতে টেস্ট জয় মিলেছে। তা সাকিবের নেতৃত্বেই মিলেছে। এবারও তাই আশা করা হচ্ছে।

সাকিবকে প্রশংসায় ভাসানোর সাথে চার নম্বরে ব্যাটিং করার বিষয় নিয়েও জানান তামিম। ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, ‘’আমি মনে করি, অধিকাংশ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ধরে ওপেন করলে পরের দিকে একটু নিচে নামার সুযোগ পায়। এমনটা হলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা করছি। তবে আগে আরেকজন ওপেনিং ব্যাটার খুঁজে বের করতে হবে আমাদের। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা বাংলা টাইগার্সে পারফর্ম করছে না, এমন কাউকে হঠাৎ করে ব্যাটিং লাইনআপের ওপরে তুলে দিতে পারি না। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো আরেকজন ওপেনিং ব্যাটার খুঁজে বের করা, যদি আমরা তামিমকে চারে নামার সুযোগ দিতে চাই। আমার মতে, চার নম্বরে সে “ফ্যান্টাস্টিক” (দুর্দান্ত) ব্যাটার হতে পারবে।’

তামিম এ নিয়ে জানান, ‘আমার মনে হয় প্রশ্নটা যে ব্যক্তি করেছে তার মাথায় কী চলছিল আমি জানি না। কোনও ধারণা নেই আমার। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা একটা স্টপিড প্রশ্ন। চার নম্বরে ব্যাটিং করার কোনও কারণ দেখি না। আমি ১৭ বছর ধরে ওপেন করে আসছি এবং আমি ভালো করছি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ