স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেটে ৮ রান, ৮.১ ওভার, অলআউট! নেপালের অবস্থা এতটাই করুণ হয়। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বাছাই পর্বের টি২০ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে এমন এক বিস্ময়কর ঘটনারই জন্ম দেয় নেপাল। ৪ ওভারে ২ রান খরচায় ৫ উইকেট নেওয়া মাহিকা গৌড় নেপালের বারোটা বাজিয়ে দেন।
টি২০তে ধুমধারাক্কা ব্যাটিং করতে হয়। ১১ ব্যাটার মিলেও দুই অংকের ঘরে পৌছাতে না পারা অবিশ্বাস্যই। ১১ জন মিলে মাত্র ৮ রান করতে পারল নেপাল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ ব্যাটারই শূন্য রানে আউট হন। সর্বোচ্চ ৩ রান আসে স্নেহা মাহারারের ব্যাটে। মাত্র ৮.১ ওভার টিকে থাকতে পারে নেপাল। জবাবে ৭ বলেই জয়ের দেখা পায় সংযুক্ত আরব আমিরাত। এর আগে আন্তর্জাতিক টি২০তে সর্বনিম্ন ইনিংস ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে গুটিয়ে যায় তুর্কি নারীরা।