স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমার্ধে ১-১ গোলে সমতা। কিন্তু দ্বিতীয়ার্ধেই সব এলোমেলো হয়ে গেল। শেষপর্যন্ত ভালো খেলেও ২-১ গোলে তুর্কমেনিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ।
র্যাংকিংয়ে তুর্কমেনিস্তানের চেয়ে ৫৪ ধাপ পিছিয়ে বাংলাদেশ। শক্তিমত্তায় পার্থক্য যোজন-যোজন। তবুও প্রথমার্ধে আক্রমণে তুর্কমেনিস্তানের বারোটা বাজিয়ে দিচ্ছিল। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারই হল।
গোলের জন্য হাহাকার ছিল বাংলাদেশ শিবিরে। নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে চারটি ম্যাচ খেলে কোনো গোলের দেখা মেলেনি। অবশেষে ধরা দিলো বহুল প্রতীক্ষিত সেই গোল। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে। সপ্তম মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল করেন তুর্কমেনিস্তানের আলতিমিরাত আনাদুর্দি (০-১)। তবে সেই গোল শোধ করতে মাত্র পাঁচ মিনিট নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে ১-১ সমতা এনেছেন মোহাম্মদ ইব্রাহিম। প্রথমার্ধ সমতা থাকে। তবে দ্বিতীয়ার্ধে খেলার ৭৭ মিনিটে আলতিমিরাতের ক্রস থেকে আমানভ আরসালানের প্লেসিংয়ে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। আর গোল শোধ করা যায়নি। হার হলো বাংলাদেশের। কাবরেরা জাতীয় দলের কোচ হওয়ার পর পঞ্চম ম্যাচে এসে আজ প্রথম গোল পেয়েছে বাংলাদেশ। এর আগে ৪ ম্যাচ খেলে ৪ গোল খেলেও কোনো গোল করতে পারেনি।