স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর টি২০ ও আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। এ বছর অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দুই বিশ্বকাপ মিলিয়ে এখন থেকে হাতে আছে দেড়বছর। এই সময়ে এই দুই বিশ্বকাপই জেতার স্বপ্ন দেখছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টানা ৯ আন্তর্জাতিক ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার অনন্য রেকর্ড গড়ে নিজেকে ব্যাটিংয়ের সেরা অবস্থানে নিয়ে যাওয়ার আশাও করছেন বাবর। তবে আসল লক্ষ্য সামনের দুটি বিশ্বকাপ জিতে নেওয়া।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বাবর বলেছেন, নিজের এমন ফর্ম কাজে লাগিয়ে দলের সর্বোচ্চ সাফল্য চান। সেই স্বপ্নই দেখছেন তিনি। বলেছেন, ‘কোনো সংশয় নেই, নিজের ফর্ম আমি উপভোগ করছি। তবে এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হলো আগামী দেড় বছরে পাকিস্তানের হয়ে দুটি বিশ্বকাপ জয়। যদি তা পারি, তাহলে বলব যে আমার রানগুলো সত্যিই মূল্যবান।’
গত টি২০ বিশ্বকাপে বাবর যেমন অসাধারণ নৈপুন্য দেখিয়েছেন। তেমনি পাকিস্তানও দুর্দান্ত খেলেছে। ৬ ম্যাচের ৪টিতেই পঞ্চাশ পেরিয়ে যান বাবর। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০৩ রান করেন। তার দল সেমি-ফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। গত ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ৬৭.৭১ গড়ে ৪৭৪ রানও করেন। তবে দল উঠতে পারেনি সেমি-ফাইনালে। এবার টি২০ বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ করতে চান।
বাবর বলেছেন, ‘স্কুলের দিনগুলোয় যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং এমনভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া, যেন তা আমার দেশকে সব শিরোপা জয়ে সহায়তা করে।’
বাবর আরও যোগ করেন, ‘অধিনায়ক হিসাবে আমি চ্যালেঞ্জ নিতে ভালবাসি। আমি ভাল খেললে দলের অন্য ব্যাটাররাও ভাল খেলার চেষ্টা করবে। দল হিসাবে আমরা ভাল খেলব। আগামী দিনেও সেটা করে যেতে চাই।’