Search
Close this search box.

পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ জুন। আর আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হবে। সিরিজটি পদ্মা সেতুর নামে হচ্ছে। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি ওয়ালটন।  অফিসিয়াল লোগোতেও ঠাই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই পদ্মা সেতুর ছবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত সিরিজ অনুষ্ঠিত হবে। আগামীকাল অ্যান্টিগায় প্রথম ও ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট হবে। এরপর ২ জুন ডমিনিকায় প্রথম, পরের দিন ৩ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ও গায়ানায় ৭ জুলাই তৃতীয় ও শেষ টি২০ হবে। শেষে গায়ানায় যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ