Search
Close this search box.

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ দেশবাসীকে ঈদে জয় উপহার দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেটাররা। তাদের আশা পূরণ হয়েছে। টেস্ট ও টি২০ সিরিজ হারলেও পছন্দের ফরমেটে যেই খেলতে নেমেছে বাংলাদেশ, জয় তুলে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। টেস্ট ও টি২০ সিরিজে পাত্তা পায়নি বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাত্তা দেয়নি বাংলাদেশ। তামিমবাহিনী ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে।

টস জিতে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা বিঘ্ন  ঘটায়। তাতে খেলা ৫০ ওভার থেকে ৪১ ওভারে আসে। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৪১ ওভারে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সামার ব্রুকস সবচেয়ে বেশি ৩৩ রান করতে পারেন। ১১০ রানে ৯ উইকেট পড়ার পর ফিলিপ (২১*) ও সিলস (১৬*) মিলে দলকে ১৪৯ রানে নিয়ে যান। বল হাতে পেসার শরিফুল ইসলাম (৪/৩৪) দেখান ঝলক। তবে স্পিনার মেহেদি হাসান মিরাজ (৩/৩৬) আসল উইকেটগুলো শিকার করেন। শুরুতে ২১তম ওভারে দুটি ও শেষে ৩৪তম ওভারে ২টি উইকেট নেন শরিফুল। শুরুতেই কাইল মেয়ার্স, এরপর রোভম্যান পাওয়েল ও নিকোলাস পুরানের মতো বিপদজনক ব্যাটসম্যানদের আউট করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের বারোটা বাজিয়ে দেন মিরাজ। তাতে ম্যাচ সেরাও হন। স্পিনার নাসুম আহমেদও অসাধারণ বোলিং করেছেন। তিনি ৮ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৬ রান দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের ওপর চাপ প্রয়োগ করেছেন।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী রাব্বি নেই। তাতেও বাংলাদেশ ওয়ানডে ফরমেটে থেমে যায়নি। এগিয়েও চলেছে। এই ফরমেটে যে বাংলাদেশ কতটা ভয়ংকর তা আবারও বুঝিয়ে দিল। ওয়েস্ট ইন্ডিজকে টানা ৯ ওয়ানডেতে হারালো বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩১.৫ ওভারে ১৫১ রান করে সহজেই জিতে যায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ (৪১*), নাজমুল হোসেন শান্ত (৩৭) এবং অধিনায়ক  ও ওপেনার তামিম (৩৩) ব্যাট হাতে নৈপুন্য দেখান। তাতেই জয় আসে। বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ