Search
Close this search box.

মুস্তাফিজের সিদ্ধান্তকে সম্মান করা উচিত : সাকিব

মুস্তাফিজের সিদ্ধান্তকে সম্মান করা উচিত : সাকিব

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান টেস্টের চেয়ে ওয়ানডে ও টি২০ খেলতেই বেশি পছন্দ করেন। কিন্তু বিসিবি চায় মুস্তাফিজ টেস্ট খেলুক। আর তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও মুস্তাফিজকে রাখা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান কী মনে করছেন? তিনি বলেছেন, ‘মুস্তাফিজের সিদ্ধান্তকে সম্মান করা উচিত।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে সাকিব বলেছেন, ‘অনুপ্রেরণা দেওয়ার কিছু নেই। কারণ মুস্তাফিজুর যদি পছন্দ করেন তিনি ওয়ানডে বা টি২০ খেলতে চান, তাহলে আমি মনে করি আমাদের সেটাকে সম্মান করা উচিত। যেহেতু সে সিরিজে আছে, আমি নিশ্চিত সে এই দুটি ম্যাচ খেলতে অনুপ্রাণিত হবে, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একজন অধিনায়ক হিসেবে আমি এই দুটি ম্যাচে খুবই মনোযোগী। এই দুটি ম্যাচ খেলতে তাকে খুব অনুপ্রাণিত মনে হয়েছে।’

বাংলাদেশ টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘আমি নিশ্চিত নই, সে দীর্ঘমেয়াদে টেস্ট খেলতে চায় কি না। তবে আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়েরই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, কমফোর্ট জোনের মতো কিছু আছে। আমাদের অবশ্যই সেটাকে সম্মান করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ