Search
Close this search box.

কাতার বিশ্বকাপে ফুটবলারদের চিকিৎসা সেবায় বাংলাদেশি নারী চিকিৎসক আয়শা

কাতার বিশ্বকাপে ফুটবলারদের চিকিৎসা সেবায় বাংলাদেশি নারী চিকিৎসক আয়শা

স্পোর্টস রিপোর্টার : কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু এ বছর ২১ নভেম্বর। শেষ হবে ১৮ ডিসেম্বর। এ বিশ্বকাপে ফুটবলারদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশি নারী ডাক্তার আয়শা পারভিন। এবার বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে ফেলোর মেডিকেল টিমের দায়িত্বে থাকার কথা রয়েছে তার।

এর আগে কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ফিফা আরব কাপে চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। আরব কাপের অভিজ্ঞতা নিয়ে এ বাংলাদেশি চিকিৎসক বলেন, ‘প্রতিটি ফুটবল কাপে সাধারণত পুরুষ চিকিৎসক থাকে। কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী পুরুষের পাশাপাশি মহিলা চিকিৎসকও রাখার নিয়ম করা হয়েছে। এ অনুযায়ী আরব কাপে কাতারে ছয় স্টেডিয়ামে একজন করে নারী চিকিৎসক রাখা হয়। যার মধ্যে স্টেডিয়াম ৯৭৪’র দায়িত্বে ছিলাম আমি। তাই আশা করছি বিশ্বকাপেও এই স্টেডিয়ামের দায়িত্বে থাকতে পারবো।’ চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে কাতার গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন আয়শা।

কাতার বিশ্বকাপে ফুটবলারদের চিকিৎসা সেবায় বাংলাদেশি নারী চিকিৎসক আয়শা
বাংলাদেশি নারী চিকিৎসক আয়শা পারভিন

তিনি বলেন, ‘কাতারে শুধুমাত্র শ্রমিকরাই আসেন এমন ধরণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ কাতারের শুধু শ্রমিক নয়, এর বাহিরেও অনেক উচ্চরত পর্যায় কাজ করছে বাংলাদেশিরা। আমি আমার কাজের মাধ্যমে এ ভুল ধারণা ভাঙ্গার চেষ্টা করছি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ