স্পোর্টস ডেস্ক – কাতার ফুটবল বিশ্বকাপে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয় ক্রোয়েশিয়া। তাতে করে চতুর্থ হয় মরক্কো।
কাতারের খলিফা স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৭ মিনিটে শুরুতেই গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল করে দলকে এগিয়ে নেন জসকো জিভার্ডিওল (১-১)। গোল খেয়ে তেতে ওঠে মরক্কো। মাত্র ২ মিনিট ব্যবধানে (৯ মিনিটে) গোল করে দলকে সমতায় ফেরান আশরাফ দারি (১-১)।
এরপর আক্রমণ পাল্ট আক্রমণ চলে। ৪২তম মিনিটে ডি বক্সের বাইর থেকে ডান পায়ে কোনাকুনি শট নেন ক্রোয়েশিয়ার ফুটবলার মিস্লাভ ওরসিচ। তার নেওয়া জোরালো শটটি গোলরক্ষকের মাথার অনেক ওপরে দিয়ে গিয়ে পোস্টে লেগে বল জালে জড়িয়ে যায়। অবিশ্বাস্য গোল হয়। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে উচ্ছ্বাসে মাতে ক্রোয়েটরা। এরপর আর কোনো গোল হয় না। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা থাকে। তাতে করে ২-১ গোলে জিতে ক্রোয়েশিয়া।