Search
Close this search box.

পুলিশের ডিসএসপি পাক পেসার শাহিন আফ্রিদি

পুলিশের ডিসএসপি পাক পেসার শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক ॥ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ পেয়েছেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। তাই বলে ভেবে নেওয়ার কোন সুযোগ নেই, শাহিন আফ্রিদি আর ক্রিকেট খেলবেন না। তিনি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলবেন। কারণ, দেশটির খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশ পুলিশের সম্মানসূচক ও অবৈতনিক এ পদটিতে নিয়োগ দিয়েছে আফ্রিদিকে।

ক্রিকেটারদের সঙ্গে নিজ দেশের সামরিক বাহিনীর সম্পৃক্ততা এরআগেও দেখা যায়। ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় আর্মি লেফটেনেন্ট কর্নেলের পদপর্যাদা দিয়েছে অনেক আগেই। বাংলাদেশি এবাদত হোসেন তো বাস্তবেই বিমান বাহিনীর সদস্য। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনারারি সদস্য হলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।

সোমবার পেশোয়ারে একটি অনুষ্ঠানে খাইবার পাখতুন পুলিশ ডিপার্টমেন্টের শুভেচ্ছাদূত হিসেবেও বেছে নেয়া হয় শাহিন আফ্রিদিকে। এ দায়িত্বে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের পাশাপাশি বিশ্বাস তৈরির কাজ করবেন আফ্রিদি। খাইবার পাখতুনখোয়া পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে খাইবার পাখতুনখোয়া পুলিশের শুভেচ্ছাদূত নিযুক্ত করা হয়েছে। কেপি পুলিশের মুখ্য সচিব শেহজাদ খান বঙ্গশ এবং মহাপরিদর্শক মোয়াজ্জেম জাহান আনসারি তাকে ডিএসপির সম্মানসূচক পদে ভূষিত করেন।’ অনুষ্ঠানে খাইবার পুলিশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সবার প্রশংসা করেন আফ্রিদি।

আফ্রিদি জানিয়েছেন, তার বাবা কেপি পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তাই এটি একটি অকৃতজ্ঞ চাকরি প্রমাণিত হতে পারে। আফ্রিদির ভাইও বর্তমানে কেপির পুলিশ বিভাগে চাকরি করছেন। ২২ বছর বয়সী শাহিন আফ্রিদি ইতোমধ্যে পাকিস্তানের হয়ে ৪০ টি২০, ৩২টি ওয়ানডে ও ২৪ টেস্ট ম্যাচ খেলে ২০৪টি উইকেট শিকার করেন।

শাহিন আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন। সবশেষ টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে বিশ্বে প্রশংসা কুড়ান শাহিন আফ্রিদি। দুর্দান্ত পারফরম্যান্সে নিজের পরিচয়ে বিশ্বে পরিচিতি পাওয়া শাহিন আফ্রিদি আবার জামাই হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ