Search
Close this search box.

মালদ্বীপকেও হারাতে চান পিয়াস

মালদ্বীপকেও হারাতে চান পিয়াস

মিথুন আশরাফ ॥ শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজুল ইসলামের একমাত্র গোলে জিতে বাংলাদেশ। পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে দেয় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দুই জয় তুলে নিয়ে ফাইনালের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলা রয়েছে। ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার লড়াই হবে। এই ম্যাচটি জিততে পারলে ফাইনালে এক পাঁ দিয়েই রাখবে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে গোল করে বাংলাদেশকে জেতাতে চান পিয়াস।

পিয়াস জানান, ‘পরের ম্যাচেও আমি চেষ্টা করব দলকে ভালো কিছু দেয়ার।’ দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন পিয়াস, ‘আপনারা সবাই দোয়া করবেন, যেন আমরা সবাই সুস্থ ও ভালো থাকি এবং দেশকে ভালো কিছু দিতে পারি।’

এক যুগের বেশি সময় ভারতের বিপক্ষে বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলের কোন জয় নেই। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবারা ভারতকে ভারতের মাটিতে হারিয়েছে। এই জয়ের নায়ক পিয়াস আহমেদ নোভা। জোড়া গোলদাতা বলেন, ‘ম্যাচে নামলে চেষ্টা করি গোল করতে। গত ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) গোল পাইনি। ইচ্ছে ছিল ভারতের বিপক্ষে গোল করার। গোল পেয়ে ভালো লাগছে অনেক।’

ভারত শক্তিশালী দল এবং স্বাগতিক হলেও নিজের গোল করার ও দল জেতানোর আত্মবিশ্বাস ছিল তার মনে, ‘আমার ভাইয়ের সঙ্গে গতকাল কথা হয়েছে। তিনি বলছিলেন, ভারত অনেক বড় দেশ। অনেক প্রদেশ আমাদের দেশের চেয়েও বড়। ওদেরকে দেখিয়ে দে যে আমরাও পারি। ভাইয়ের এই কথাটা সারারাত মাথায় ছিল। আমার মনে ছিল সেটা মাঠে দেখাব। আমি চেষ্টা করছি এবং গোল পেয়েছি।’

ঢাকায় ২০১৯ সালে উয়েফা অনূর্ধ্ব-১৬ ফুটবল ফাইনালে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সেখানে পিয়াস গোল করেছিলেন। সেভাবে জানাজানি হয়নি। দেশের ফুটবলে পিয়াসের নামটা আলোচনায়ও ছিল না কখনো। বিকেএসপির নোভা এবার প্রিমিয়ার ফুটবল মৌসুমে বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছিলেন। কিন্তু সেখানেও তার নাম প্রচারের আলোয় আসেনি। কারণ বড় বড় সব ফুটবলারের ভিড়ে নোভার মাঠে নামার সুযোগও হয়নি। বেঞ্চে বসে বসে সময় কেটেছে। প্রিমিয়ার লিগে একটা ম্যাচও খেলা হয়নি তার। নোভাকে নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যায় বাংলাদেশ। সেখানেই বাজিমাত করলেন কুষ্টিয়ার ছেলে অখ্যাত পিয়াস। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জোড়া গোল করলেন।

দারুণ খুশি এই স্ট্রাইকার। ভারতের বিপক্ষে ম্যাচে ২৯ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন পিয়াস (১-০)। এরপর ম্যাচের ৩৫ মিনিটে গোল করে ভারতকে সমতায় ফেরান গুরকিরাত সিং (১-১)। খেলার প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহুর্তে গিয়ে বাংলাদেশ আবার এগিয়ে যায়। ৪৫ মিনিট শেষ হয়ে যখন অতিরিক্ত ১ মিনিটে খেলা চলে, তখন পেনাল্টি পায় বাংলাদেশ। পিয়াস আবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন (২-১)। পিয়াসের এই গোলেই জিতে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ২০১৯ সালে সবশেষ টুর্নামেন্টে শিরোপা জিতে। ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত। সেই ম্যাচের পর, প্রায় তিনবছর পর আবার এই টুর্নামেন্টে দুই দল লড়াই করে। এই টুর্নামেন্টে সবশেষ দুই দলের ম্যাচটিতে হারার প্রতিশোধ ঠিকই নিতে পেরেছে বাংলাদেশ। পিয়াসের জোড়া গোলে তা সম্ভব হয়েছে। আগামীকাল মালদ্বীপকেও হারাতে চান পিয়াস। বাংলাদেশকে জেতাতে চান। তাতে করে টানা তিন ম্যাচে জিতে সবচেয়ে বেশি ৯ পয়েন্টও অর্জন করবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ