Search
Close this search box.

রেকর্ড অষ্টমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

রেকর্ড অষ্টমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার : রেকর্ড অষ্টমবার নারী কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। নয়বারের টুর্নামেন্টে ৮ বারই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতোও শিরোপা জিতে ব্রাজিল। ১৯৯১ সাল থেকে শুরু কোপা ফেমেনিনার নয় আসরে সব কটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিলের মেয়েরা। আটবার চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম এবং টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছে সেলেসাওরা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা। এস্তাদিও আলফান লোপেজ স্টেডিয়ামে ফাইনালটা ফাইনালের মতোই হয়েছে। ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট বেশি নিয়েছে কলম্বিয়া। ম্যাচ ব্রাজিল নিয়ন্ত্রণে রাখলেও স্বাগতিকদের চেষ্টার কমতি ছিল না। তবে শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠেনি তারা। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় ২০০৬ বাদে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল দলটি।

ব্রাজিলকে এবার চ্যাম্পিয়ন করিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন দলটির কোচ পিয়া সানধাপে। মেয়েদের কোপা আমেরিকার ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে শিরোপা জিতলেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কোচ সানধাগে দলকে নিয়ে আনন্দ প্রকাশ করেন, ‘ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি হতে পারি। কারণ আমাদের অনেক প্রতিভাবান ও তরুণ খেলেয়োড় রয়েছে। আমি এই প্রক্রিয়ার অংশ হতে পেরে খুব উচ্ছ্বসিত।’

ফাইনাল ম্যাচের চেয়ে আসরের বাকি ম্যাচগুলোতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল নারী দল। প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত মোট ৫ ম্যাচের কোনোটিতে প্রতিপক্ষকে ২ গোলের নিচে দেয়নি ব্রাজিল।  আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে কোপা শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের জালে ৩ বার বল পাঠায়। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারায় নীল-হলুদরা। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিলের মেয়েরা। আর সেমিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারায় দলটি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ