Search
Close this search box.
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব

সাকিবকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষনা

দুদিনে সবকিছু বদলে দিতে পারব, বোকার রাজ্যে বাস করছি : সাকিব

মিথুন আশরাফ : টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকেই অধিনায়ক হিসেবে বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটিই জানিয়েছেন। সাকিবকে অধিনায়ক করে এশিয়া কাপের দলও ঘোষনা করা হয়েছে।

শনিবার বিকেলে সাকিবের সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড কর্মকর্তারা বৈঠকে বসেন। বেলা ৩টা ১১ মিনিটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের আইবি ভবনে অবস্থিত বাসভবনে আসেন সাকিব।  সেখানে অধিনায়কত্বের ইস্যুতে নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দুই পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিকাল ৪টার পর শুরু হয় এই বৈঠক। বৈঠক শেষেই ঘোষনা আসে। সাকিব যে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক, তা সাংবাদিকদের জানান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আগামী এশিয়া কাপ, নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে অধিনায়ক ঘোষণা করছি।’ ২০১৯ সালের সেপ্টেম্বরের পর আবার টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব।

এ মাসের ২৮ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টি থেকেই সাকিবের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব শুরু হয়ে যাবে। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলও ঘোষনা করা হয়েছে। ১৭ সদস্যের দল দেওয়া হয়েছে। ঘোষিত দলে নেই কোন চমক। তবে ২০১৯ সালের পর আবার জাতীয় দলে ফিরেছেন সাব্বির রহমান রুম্মন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চোটে পড়ে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনও আবার দলে ফিরেছেন। লিটন কুমার দাস ও ইয়াসির আলী রাব্বি ইনজুরির জন্য এশিয়া কাপের দলে নেই। নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ারের ফর্ম  ভালো না থাকায় টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি। পেসার শরিফুল ইসলামকেও রাখা হয়নি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করার পর ইনজুরিতে পড়া নুরুল হাসান সোহান দলে আছেন। সাকিবের নেতৃত্বে খেলতে যাবে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের অধিনায়কত্বেই খেলবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এশিয়া কাপের দল ঘোষনা দ্রুতই করতে হবে। হাতে সময় নেই। এজন্য সাকিবের সঙ্গে বৈঠকে বসা দরকার। আর তাই সাকিব শুক্রবার গভীর রাতেই বাংলাদেশে চলে আসেন। শনিবারই বৈঠক করেন। তার কাঁধে নেতৃত্বও তুলে দেওয়া হয়। যেখানে জুয়ার সঙ্গে সম্পৃক্ত সাইট বেটউইনার নিউজের সঙ্গে সাকিব থাকলে ক্রিকেটের সঙ্গেই থাকতেন না। সেখানে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করে এখন ক্রিকেটেই শুধু নন, অধিনায়কই হয়ে গেছেন সাকিব। টেস্ট অধিনায়ক আগেই ছিলেন। এখন টি-টোয়েন্টি অধিনায়কত্বও পেয়ে গেছেন। সাকিবকে অধিনায়ক করেই এশিয়া কাপের দলও ঘোষনা করা হয়েছে।

এশিয়া কাপে বাংলাদেশ দলসাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ