Search
Close this search box.

এশিয়া কাপে সাকিব-মুশফিকও ওপেন করতে পারেন!

এশিয়া কাপে সাকিব-মুশফিকও ওপেন করতে পারেন!

স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপের যে দল দেওয়া হয়েছে, তাতে পরীক্ষিত ওপেনারের অভাব। তামিম ইকবাল তো টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরেই গেছেন। লিটন কুমার দাসও ইনজুরিতে পড়ে এশিয়া কাপের দলে নেই। মুনিম শাহরিয়ারকেও অফ ফর্মের কারনে বাদ দেওয়া হয়েছে। তাহলে ওপেনিং করবেন কে? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, প্রয়োজনের এশিয়া কাপে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ওপেন করবেন।

এনামুল হক বিজয় আছেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করেননি। আছেন পারভেজ হোসেন ইমনও। কিন্তু ভরসা কী করা যায়? সুজন জানান, টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটিং অর্ডার অতো চিন্তার মতো বিষয় নয়। বিজয় এবং ইমন ছাড়াও ওপেনিংয়ে আমাদের আরও কিছু অপশন আছে। সাকিব ওপেনিংয়ে খেলতে পারে, মুশফিক খেলতে পারে। মেহেদি মিরাজ কিংবা শেখ মাহেদিও ওপেনিংয়ে খেলতে পারে। ব্যাটিং অর্ডার নিয়ে আমি চিন্তিত না।’

সাকিব কিছুটা আগ্রাসী অধিনায়ক হওয়ায় তাকে নেতৃত্বভার দেওয়া হয়েছে বলে উল্লেখ করে সুজন বলেন, ‘আমরা এই ফরম্যাটে ভালো করছি না, সেজন্য নানান কিছুর চেষ্টা করছি। সেজন্য সাকিবকে নেতৃত্বে ফেরানো হয়েছে। এই ফরম্যটের সেরা ক্রিকেটার সে। বিশ্বব্যাপী অনেক ম্যাচ খেলেছে। সাকিব কিছুটা আগ্রাসী অধিনায়ক। সেজন্য আমরা তাকে দায়িত্ব দিয়েছে।’

এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলবে। দুই দলই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। ওই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়া কঠিন। সুজন জানান, তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে শঙ্কিত। তবে ওই বাধা দল পেরোতে পারবে বলে আশা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ