Search
Close this search box.

আস্থার প্রতিদান দিতে ‘ম্যাচ উইনার’ হতে চান সাব্বির

আস্থার প্রতিদান দিতে ‘ম্যাচ উইনার’ হতে চান সাব্বির

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেট থেকে যেন হারিয়েই গিয়েছিলেন। আর কী আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে হার্টহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মনকে? এ প্রশ্ন সবার মধ্যেই ছিল। কিন্তু আবার ফিরেছেন সাব্বির। এশিয়া কাপের দলে আছেন। তার ওপর আস্থা রাখা হয়েছে। আর এই আস্থার প্রতিদান দিতে ‘ম্যাচ উইনার’ হতে চান সাব্বির।

সাব্বির বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ, অনেক দিন পর… তিন বছর পর আমি বাংলাদেশ স্কোয়াডে ঢুকেছি এশিয়া কাপের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে বিসিবিকে, নিবার্চকদের এবং অধিনায়ক যারা কিনা আমাকে অনেক বিশ্বাস করেছে, অনেক আস্থা রেখেছে এখন পর্যন্ত। পাপন স্যারকে অনেক ধন্যবাদ যিনি এখনও আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন।’

এ হার্টহিটার আরও বলেন, ‘আশা করছি, ওনাদের যে আস্থা আছে শতভাগ দিয়ে সেটা পূরণ করতে পারবো, ইনশাআল্লাহ। সাথে দেশবাসীকেও ধন্যবাদ সবাই এত বেশি আমাকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে… আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমিও চাই, এবারও ইনশাআল্লাহ একটা/দুইটা ম্যাচ জেতাতে পারি। ম্যাচ জিতে যেন আমরা (সুপার ফোরে) কোয়ালিফাই করতে পারি। এবং আমরা যেন সবকিছু জিততে পারি। তিন বছর পর ফেরা… এতদিন কষ্ট করেছি ফেরার জন্যই। দোয়া করবেন সবাই এটা যেন আমার ভালো সফলতা হয়।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ