Search
Close this search box.

গাঙ্গুলির নেতৃত্বে ভারত, বিশ্ব একাদশে মাশরাফি

গাঙ্গুলির নেতৃত্বে ভারত, বিশ্ব একাদশে মাশরাফি

স্পোর্টস রিপোর্টার : ভারতীয় লিজেন্ড দল কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ১৫ সেপ্টেম্বর খেলবে রেস্ট অব দ্য ওয়ার্ল্ড লিজেন্ড দলের বিপক্ষে খেলবে। এই ম্যাচের জন্য দুই দলের স্কোয়াড প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়া মহারাজাস নামে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকছেন সৌরভ গাঙ্গুলি। আর বিশ্ব একাদশে থাকছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ থেকে শুধু মাশরাফিই ম্যাচটিতে খেলার সুযোগ পাচ্ছেন।

ভারতে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ ম্যাচটি আয়োজিত হবে। গাঙ্গুলির দলে বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইরফান ও ইউসুফ পাঠান, হরভজন সিংয়ের মত ক্রিকেটাররা আছেন। ১৭ সদস্যের স্কোয়াডে। রেস্ট অব দ্য ওয়ার্ল্ড দলের অধিনায়ক হিসাবে থাকছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো ইয়ন মরগান। হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়া, জন্টি রোডস, মুতিয়া মুরালিধরন, ডেল স্টেইন, ব্রেট লি’দের মত তারকারা। তারার মেলাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে আছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এ ব্যাপারে লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসেবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এ বারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্যাপনে উৎসর্গ করছি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ