স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এরমধ্যে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। এশিয়া কাপ থেকেই সাকিবের অধিনায়কত্ব শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের আশা এশিয়া কাপ থেকেই দলের চেহারা পরিবর্তন হবে। কিন্তু সাকিব বলছেন, তা সম্ভব নয়। তিনি বলেছেন, ‘দুদিনে সবকিছু বদলে দিতে পারব, এমন ভাবলে বোকার রাজ্যে বাস করছি।’
শনিবার বিকেলে একটি অনুষ্ঠানে দলের লক্ষ্য নিয়ে করা এক প্রশ্নে এমন মন্তব্য করেন টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমার কাছে কোন লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি যে একদিন, দুদিনে সবকিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দিবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।’
সাকিব মনে করছেন ধীরে ধীরে উন্নতি হবে। যদি উন্নতি হয়, তাহলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে সেটির ছাপ দেখা যাবে। সাকিব বলেন, ‘যদি বাস্তবিক চিন্তা করেন, তাহলে তিন মাস পর যখন আমরা বিশ্বকাপ খেলব, একটা যদি উন্নতি দেখতে পারেন দল থেকে। ওটাই আমাদের আসল উন্নতি।’
সাকিবের মতে, ‘দেখুন এমন একটা সংস্করণ যেখানে আমরা বোধহয় প্রথম খেলি ২০০৬ সালে। এরপর থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা ভালো ফল নেই, শুধু এশিয়া কাপে ফাইনাল বাদে। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই সংস্করণে। তাই আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।’
উদাহরণ দিয়ে ছোট শিশুর মতে পথ চলতে হবে বলে জানান সাকিব। তিনি বলেন, ‘একটা বাচ্চা যখন হাঁটতে শুরু করে তার স্টেপগুলো খুব কঠিন হয়, আস্তে আস্তে জিনিসগুলো সহজ হতে থাকে। আশা করি ছোট একটা বাচ্চার মতো আমরা স্টেপ বাই স্টেপ চলা শুরু করতে পারব এবং আস্তে আস্তে দৌড়ানোর জায়গাতে পৌঁছাতে পারব।’
শনিবার থেকে এশিয়া কাপের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। এশিয়া কাপ খেলতে ২৩ আগস্টই দল চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। সাকিব বলেন, ‘আমাদের আজকে অনুশীলন শুরু হয়েছে, কাল (আজ) আর পরশু দুটা অনুশীলন ম্যাচ আছে। অনুশীলন ম্যাচ বলতে গেম সিনারিও। তারপর আমরা এশিয়াকাপের জন্য ২৩ তারিখে যাচ্ছি, ওখানে আমাদের ৬-৭দিনের অনুশীলনের সময় থাকবে। আশা করি আমাদের যে দলটা আছে, আমরা প্রস্তুতি নিয়ে দলগতভাবে ভালো কিছু করার চেষ্টা করব।’