স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। রুদ্ধশ্বাস, উত্তেজনাকর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচে শেষ ওভারে গিয়ে জিতেছে ভারত। ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে ভারত। পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৪৮ রানের টার্গেট ৫ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে করে ফেলে ভারত। শেষদিকে ১৭ বলে ৪ চার ও ১ ছক্কায় করা হার্দিক পান্ডেয়ার অপরাজিত ৩৩ রানের অসাধারণ ব্যাটিংয়ে জিতেছে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের প্রতিশোধ নেওয়া হয়েছে। কিন্তু কেন হেরেছে পাকিস্তান? এর পাঁচটি কারণ নিচে উল্লেখ করা হচ্ছে। ভারতীয় এক সংবাদমাধ্যম ভারতের কাছে পাকিস্তানের হারকে পাঁচটি কারণ দিয়ে ব্যখ্যা দিয়েছে।
১. গুরুত্বপূর্ণ টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন।
২. ১৫তম ওভারে হার্দিক পান্ডিয়ার দুই উইকেট তুলে নেওয়া। জমে যাওয়া এবং বিপজ্জনক দেখানো মোহাম্মদ রিজওয়ানকে ফেরান প্রথম বলে। খুশদিল শাহকে ফেরান তৃতীয় বলে।
৩. দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলীর উইকেট। মোট চার উইকেট নেন ভুবি।
৪. ভুবনেশ্বর, হার্দিক এবং রবীন্দ্র জাদেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান।
৫. পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ৫২ রানের জুটি।