মিথুন আশরাফ – এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আবার চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই হয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৫ উইকেটে জিতে পাকিস্তান। উত্তেজনায় ঠাসা লড়াইয়ে ১ বল বাকি থাকতে জিতে বাবর আজমের দল। শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল। সেই সাথে গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধও নেওয়া হয়ে গেল পাকিস্তানের।
টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। ব্যাট হাতে ৬০ রান করেন বিরাট কোহলি। লোকেশ রাহুল ও রোহিত ২৮ রান করে করেন। বল হাতে শাদাব খান ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে জিতে পাকিস্তান। ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ান ৭১ ও নাওয়াজ ৪২ রান করেন। শেষে আসিফ আলী ১৬ ও খুরশিদ শাহ অপরাজিত ১৪ রান করে পাকিস্তানকে জেতান। তৃতীয় উইকেটে রিজওয়ান ও নাওয়াজ মিলে ৭৩ রানের জুটি গড়ে খেলা নিয়ন্ত্রণে নেন। আসিফ ও খুরশিদ মিলে খেলা জেতানোর কাজ করে দেন।
এই ম্যাচটির আগে দুই দল গ্রুপ পর্বেও পরস্পরের বিপক্ষে খেলে। ম্যাচটিতে জিতে ভারত। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর শেষ ওভারে, ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে ভারত। আগে ব্যাটিং করে ১৪৭ রান করে পাকিস্তান। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান করে জিতে ভারত।
এরআগে দুই দলের মধ্যকার এশিয়া কাপে মোট ১৪বার লড়াই হয়। ১২ বার হয় ওয়ানডেতে। দুইবার হয় টি-টোয়েন্টিতে। ২০১৬ সালে প্রথমবার টি-টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপ হয়। সেবারও হারে পাকিস্তান। ৫ উইকেটেই হার হয়। এবারও পাকিস্তান গ্রুপ পর্বে ৫ উইকেটেই হারে। তবে ওয়ানডে ফরমেটের এশিয়া কাপে ৭ বার ভারত জিতে, ৫ বার জিতে পাকিস্তান। সেখানেও সবশেষ দুইবার ভারতই জয় পায়।
এশিয়া কাপে দুই দলের মধ্যকার শেষ তিনটি ম্যাচই হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০১৮ সালে দুটি ওয়ানডে ও এবার একটি টি-টোয়েন্টি হয় দুবাইয়ে। তিনটি ম্যাচই হারে পাকিস্তান। এবার দুই দলের মধ্যকার দুবাইয়ে চতুর্থ লড়াইয়ে অবশেষে জিতে পাকিস্তান।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জিতেছিল। ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপে হারাতে পেরেছিল। দুবাইয়েই খেলা হয়েছিল। মনে করা হয়েছিল, এবারও বুঝি গ্রুপ পর্বেই জিতে যাবে পাকিস্তান। কিন্তু না, গ্রুপ পর্বে ১৪৭ রান করার পর জয়ের আশা তৈরী করেও হারে পাকিস্তান। শেষদিকে হার্দিক পান্ডিয়া খেলা ঘুরিয়ে দেন। এবার সুপার ফোরের খেলাও একইরকম উত্তেজনা ছড়াবে, সেই আশাই করা হয়। তা হয়ও এবার শেষ বলে গিয়ে জিতে পাকিস্তান।