স্পোর্টস রিপোর্টার – সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারীরা। শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ। এরআগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে হারানোর পর মঙ্গলবার ভারতকে ৩-০ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সিরাত জাহান স্বপ্না ২ গোল করেন। সেমিফাইনালে ১৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবলাররা। সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরটির সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। মনিকা চাকমা, সিরাত জাহান স্বপ্না ও রিতু চাকমা একটি করে গোল করেন। এর আগে সাবিনার দুই গোলে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে টানা তৃতীয় জয় পায় বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার আরেকটি গোল করেন। ১২ ও ৫২ মিনিটে স্বপ্না এবং ২২ মিনিটে কৃষ্ণা গোল করেন।
সাফ চ্যাম্পিয়নশিপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৯-০’র বিশাল ব্যবধানে হারায় ব্লু টাইগ্রেস। অনবদ্য দুটি ম্যাচ উপহার দিয়েছিল ভারতীয় ফুটবল দল। মালদ্বীপের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ চার গোল করেছিলেন অঞ্জু তামাং। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা ফুটবল দল। নিয়মরক্ষার ম্যাচে নজর ছিল পরীক্ষা নিরীক্ষায়ও। এদিন কোনও কিছুই ভারতের পক্ষে গেল না। গত দুই ম্যাচে বড় জয়ের আত্মতুষ্টিই হোক কিংবা সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার স্বস্তি। গ্রুপের শেষ ম্যাচে এলেমেলো ফুটবলে বাংলাদেশের কাছে ০-৩ হার ভারতের। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয় মহিলা দলের প্রথম হার। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।