Search
Close this search box.

রেকর্ডে রোনাল্ডোকে পেছনে ফেললেন মেসি

রেকর্ডে রোনাল্ডোকে পেছনে ফেললেন মেসি

স্পোর্টস ডেস্ক – চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ ৩৯টি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৮টি ক্লাবের বিপক্ষে গোল করেছেন। তাছাড়া বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লীগে টানা ১৮ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন মেসি। রেকর্ডে রোনাল্ডোকে পেছনে ফেললেন মেসি।

চ্যাম্পিয়নস লীগের সর্বোচ্চ গোল সংখ্যায় রোনালদোর সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে মেসির। আর্জেন্টিনা অধিনায়কের গোল সংখ্যা এখন ১২৬টি। আর রোনালদোর ১৪০টি। পর্তুগিজ সুপারস্টারকে স্পর্শ করতে ১৪টি গোল প্রয়োজন মেসির। রোনালদো এ মৌসুমে ম্যানইউর জার্সিতে ইউরোপা লীগে খেলায় কাজটি সহজ হয়ে গেছে মেসির জন্য।

বুধবার ম্যাকাবি হাইফার বিপক্ষে ৩-১ গোলে জিতে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমে লিড নেয় হাইফার। যদিও মেসি, নেইমার ও এমবাপ্পে ত্রয়ীর নৈপুণ্যে হাইফা সমর্থকদের হাসি মিইয়ে যায় ম্যাচশেষে। স্যামি ওফের স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২৪তম মিনিটে জ্যারন চেরির গোলে এগিয়ে যায় স্বাগতিক ম্যাকাবি হাইফা। প্রথমার্ধের ৩৭তম মিনিটে মেসির রেকর্ড গড়া গোলে সমতা টানে পিএসজি। মেসির সমতাসূচক গোলের পর দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। ৬৯তম মিনিটে এমবাপ্পের গোলে পিএসজি লিড নেয়ার পর স্কোরলাইন ৩-১ করেন নেইমার।

২০১৯-২০ মৌসুমের পর চ্যাম্পিয়নস লীগে প্রথম দুই ম্যাচ জয়ের কীর্তি দেখালো পিএসজি। সেবার টমাস টুখেলের অধীনে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলেছিল লা প্যারিসিয়ানরা। যা ইউরোপ সেরার মঞ্চে পিএসজির সর্বোচ্চ অর্জন। এ নিয়ে মোট তিন মৌসুম চ্যাম্পিয়নস লীগ খেলার সুযোগ পেয়েছে ম্যাকাবি হাইফা। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত টানা ৮টি ম্যাচ হারের স্বাদ পেলো ইসরায়েলী ক্লাবটি। আর ২০০২ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগে গোল পেলো ম্যাকাবি হাইফা। ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে বেনফিকার কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির কাছে হেরেছিল তুরিনের বুড়িরা। দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা। গোল পার্থক্যে এগিয়ে পিএসজি। টানা দুই হারে তিনে জুভেন্টাস এবং চারে ম্যাকাবি হাইফা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ