Search
Close this search box.

দেশে ফিরেই সাফ জয়ী মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেই সাফ জয়ী মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – সাফ চ্যাম্পিয়ন জয়ী নারী ফুটবলারদের যার যা দরকার সে বিষয়ে খোজ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরে প্রয়োজন অনুযায়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী। এরইমধ্যে সাফ চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের মধ্যে যাদের ঘর প্রয়োজন, তাদের জন্য তা নির্মাণের ব্যবস্থা করতেও নির্দেশ দিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানান। তিনি বলেন, নারী ফুটবলারদের মধ্যে যাদের ঘর প্রয়োজন, তাদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন দলের অন্য খেলোয়াড়দের ঘরবাড়ির কী অবস্থা, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের খবর নিতে বলেছেন।

এরইমধ্যে রূপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাফজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমাকে তার শহর রাঙামাটিতে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হলে বিষয়টি চোখে পড়ে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহাসানুল করিম জানান, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, এরইমধ্যে রূপনা চাকমার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে।

এর আগে, সাফ জয়ের পর মিষ্টি, ফল ও ফুল নিয়ে রিতু পর্ণা চাকমা ও রুপনা চাকমার বাড়িতে যান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সদ্য সমাপ্ত নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন রাঙামাটির নানিয়ারচরের বাসিন্দা বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা। শুধু রূপনাকেই নয়, যাদের ঘর প্রয়োজন তাদের ঘর দেবেন প্রধানমন্ত্রী। যাদের আর্থিক সহায়তা প্রয়োজন, তাদের সেই সহায়তা দেবেন। দেশে ফিরেই দ্রুত প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন মেয়েরা বুধবার নেপাল থেকে দেশে ফিরলে ছাদ খোলা বাসে চড়িয়ে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে দপ্তরে। হাতে পতাকা ও ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে শিরোপাজয়ী মেয়েদের স্বাগত জানায় হাজারো মানুষ।

প্রধানমন্ত্রীর পুরস্কার দেওয়ার আগেই পুরস্কার পাচ্ছেন নারী ফুটবলাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সহসভাপতি আতাউর রহমান মানিক, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীও একই ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ