Search
Close this search box.

মালয়েশিয়াকে উড়িয়ে জিতল বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার – আবার জয়ে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের কাছে হেরেছিল। মালয়েশিয়াকে হারিয়ে আবার জয়ে ফিরল বাংলাদেশ। বৃহস্পতিবার নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয় উইকেটে ওপেনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানার ৮৭ রানের জুটিতে এই সহজ জয় মিলেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রান করে বাংলাদেশ। মুরশিদা ৫৬ ও নিগার ৫৩ রান করেন। ফারজানা হক ১০ রান করতে পারেন। আর কোন ব্যাটারই দুই অংকের ঘরে পৌছাতে পারেননি। তবে মুরশিদা ও নিগার মিলে যে তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন, সেখানেই জয়ের ভীত গড়া হয়ে যায়।

জবাব দিতে নেমে ৪১ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। ১৮.৫ ওভার খেলে ঠিক। তবে ৪১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। একজন ব্যাটারও দুই অংকের ঘরে পৌছাতে পারেননি। অধিনায়ক এলসা হান্টার ও আরিয়ানা নাতসিয়া ৯ রান করে করেন। ফারিহা তৃষ্ণা ৩ উইকেট শিকার করে নেন। ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রুমানা আহমেদ ২ উইকেট করে শিকার করেন।

টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৭ দলের টুর্নামেন্টে ২ জয় তুলে নিয়েছে। লীগ পদ্ধতির খেলায় সামনে আরও ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় ভারত ৩ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। এরপর ৩ ম্যাচে ২ জয় করে পেয়ে ৪ পয়েন্ট করে নিয়ে পাকিস্তান দ্বিতীয় ও বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। সমান সংখ্যক ম্যাচে সমান জয় ও পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে চতুর্থ স্থানে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ