Search
Close this search box.

মেসিকে বলে এসেছি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো – নেইমার

মেসিকে বলে এসেছি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো - নেইমার

স্পোর্টস ডেস্ক – ফুটবল বিশ^কাপ শুরু হতে আর দুইদিন বাকি। ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে কাতার বিশ^কাপ। এরআগে কোন দল ফেভারিট, তা নিয়ে চলছে আলোচনা। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি নিজ দল আর্জেন্টিনাকে ফেভারিট মনে করেননি। তবে ব্রাজিল তারকা নেইমার নিজ দল ব্রাজিলকে ফেভারিট মনে করার সঙ্গে আর্জেন্টিনাকেও ফেভারিট তালিকায় রেখেছেন। নেইমার তো আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, এমনও বলছেন। মেসিকে নাকি এমনই বলে এসেছেন নেইমার।

আসরটিতে নামার আগে ৩২টি দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। দেশ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও এই দুই তারকার বন্ধুত্ব সম্পর্কে সমর্থকরা ভালো করেই জানেন। দীর্ঘদিন বার্সেলোনায় সতীর্থ থাকার পর বর্তমানে পিএসজিতেও একসঙ্গে খেলেন। বিশ্বকাপ শুরুর আগে ক্লাব ফুটবলে মেসিকে নেইমার বার্তা দিয়ে এসেছে। ইংল্যান্ডের এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমরা এমনিতে বিশ্বকাপ নিয়ে বেশি কথা বলি না। কিন্তু মাঝে মাঝে আমরা হাসি-ঠাট্টা করি। যেমন, ফাইনালে যদি আমাদের লড়াই হয়, তা হলে কী হবে? আমি তো মেসিকে বলেছি, আমিই চ্যাম্পিয়ন হব আর তোমার বিপক্ষে জিতব। এই নিয়ে দু’জনে হাসাহাসিও করেছি।’

নেইমার বলেন, ‘মেসি ও কিলিয়ান এমবাপ্পের পাশে খেলতে পারাটা দারুণ অভিজ্ঞতা। ওরা দু’জনেই অসাধারণ ফুটবলার। আর মেসিকে তো অনেক আগে থেকেই বিশ্বের সেরা ফুটবলার বলা হয়ে থাকে।’ বিশ্বকাপ জেতাটা নেইমারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং কাতারে সেই স্বপ্ন সফল করতে চান তিনি। তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হল বিশ্বকাপ জেতা। যখন থেকে বুঝতে শিখেছি ফুটবল খেলাটা কী, তখন থেকেই আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সফল করার আর একটা সুযোগ পাচ্ছি। আশা করছি, এ বার স্বপ্নটা সফল হবে।’
এবার বিশ্বকাপ থেকে নিজেদের ষষ্ঠ শিরোপা জয় করেই দেশে ফিরতে চায় ব্রাজিল। নেইমার নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘বিশ্বকাপে চমকের কোনো অভাব নেই। এখানে এমন দল দেখা যায়, প্রত্যাশা তেমন না থাকার পরও অনেক দূর যায়। আবার অনেক ফেবারিট বিদায় নেয় দ্রুতই। আমি মনে করি, এবারের বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনাও ফেবারিট। ফেবারিট ফ্রান্স ও স্পেনও।’

ইংল্যান্ডকেও খুব ছোট করে দেখছেন না নেইমার। তিনি মনে করেন, ‘আমি ইংল্যান্ডের কথা বলতে ভুলে গিয়েছিলাম। তাদের হ্যারি কেইন ও জেডন সানচোর মতো দুজন দুর্দান্ত খেলোয়াড় আছে। ইংল্যান্ডেরও ভালো করার সুযোগ আছে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ