Search
Close this search box.

নেইমারদের ব্রাজিলের হেক্সা মিশন শুরু আজ

নেইমারদের ব্রাজিলের হেক্সা মিশন শুরু আজ

মিথুন আশরাফ – লিওনেল মেসির আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে। সৌদি আরবের কাছে হেরে গেছে। তাতে শক্তিশালী দলগুলো সতর্ক হয়ে গেছে। সেই তালিকায় ব্রাজিলও আছে। আজ গভীর রাত ১ টায় যখন সার্বিয়ার বিপক্ষে লুসেইল স্টেডিয়ামে ফুটবল বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল, তার আগে সতর্ক তারা। এই সতর্ক অবস্থায় থেকেই নেইমারদের ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে।

সেই সতর্কতার ছোয়া তাদের অনুশীলনেও মিলেছে। আর্জেন্টিনার হারে হঠাৎ চাপে ব্রাজিল প্র্যাকটিসের দরজা বন্ধ করে দিয়েছে। সোমবার পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে খুল্লামখুল্লা প্র্যাকটিস চলছিল। কিন্তু প্রথম ম্যাচের ঠিক আগে কোচ তিতে প্র্যাকটিস দেখার দরজা বন্ধ করে দিলেন। উদ্দেশ্য একটাই। সার্বিয়ার বিরুদ্ধে কোন এগারোজনকে শুরুতে মাঠে নামাবেন, তা প্রকাশ্যে আনতে চান না ব্রাজিল কোচ। মঙ্গলবার কোচ তিতে-সহ সব ফুটবলাররাই সৌদির বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ দেখেন টিম হোটেলের টিভিতে। ম্যাচ শেষ হওয়া মাত্র নেইমারদের নিয়ে ব্রাজিল কোচ বেরিয়ে যান আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে প্র্যাকটিসের জন্য। আর সেখানে একেবারে কড়া নিরাপত্তায় ক্লোজড ডোর প্র্যাকটিস হয়।

তবে একাদশ ফাঁস হওয়া ঠেকাতে পারেনি ব্রাজিল। আর্জেন্টিনা হারার পর ফুটবল বিশ্বের নজর এখন আরেক ফেভারিট ব্রাজিলের দিকে। প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের একাদশ কেমন হবে? তা জানতেই ফুটবলপ্রেমীরা উদগ্রীব হয়ে আছেন। এমন সময়ে প্রথম ম্যাচে ব্রাজিলের একাদশ ফাঁস করে দিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল গ্লোবো। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতারে এসেছে তারা হেক্সা জয় করতে। চ্যানেল জানিয়েছে, নেইমাররা খেলবে ৪-৩-৩ ফরমেশনে। একাদশের শুরু থেকেই খেলবেন ভিনিসিয়াস জুনিয়র। গোলরক্ষক হিসেবে যথারীতি অ্যালিসন বেকার। রক্ষণভাগে থাকবেন দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন ফ্রেড ও লুকাস পাকুয়েতা । আর আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন রিচার্লিসন, রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। এখন দেখার বিষয়, ‘ফাঁস’ হওয়া দলটিই কি প্রথম ম্যাচের শুরুর একাদশে থাকছে কি না।

শেষপর্যন্ত যে একাদশই নামানো হোক, সার্বিয়ার বিপক্ষে ভারমুক্ত খেলে জিততে চান নেইমাররা। বরাবরের মত ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে বিশ্বকাপ শুরু করতে যাওয়া ব্রাজিল শুরুটা জয় দিয়েই করতে চায়। চার বছর আগেও, সর্বশেষ বিশ^কাপে গ্রুপ পর্বে এই সার্বিয়ার মোকাবেলা করেছিল ব্রাজিল। ২-০ গোলে জিতেছিল। এবার সেইরকম জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় ব্রাজিল।

১৯৩০ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত বিশ্বকাপের পর সবকটি বাছাইপর্বের বাঁধা পেরিয়ে একমাত্র দল হিসেবে ব্রাজিল কাতারে খেলতে এসেছে। যদিও ২০০২ সালে সর্বশেষ বিশ^কাপ জয়ের পর ২০ বছর অতিবাহিত হলেও এখনো শিরোপা ঘরে নিতে পারেনি ব্রাজিল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে কাতারে খেলতে এসে তিতের উপর প্রত্যাশার পারদটাও তুঙ্গে।

ব্রাজিল সবশেষ যখন ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তখন নেইমার দলেই ছিলেন না। এরপর আর কখনো ফাইনালে খেলা হয়নি ব্রাজিলের। ২০ বছরের আক্ষেপ এবার ঘুচবে। সেই আশা করা হচ্ছে। নেইমারতো এবার ব্রাজিল শিরোপা জিতবে, সেই তালিকায় সবার আগেই রেখেছেন। মেসির দল আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল হবে। সেই ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, সেই কথা বলেছেন। যদিও আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হেরে গেছে। নেইমার আগেই বলেছেন, ‘ফাইনালে যদি আমাদের (মেসির আর্জেন্টিনার) লড়াই হয়, তা হলে কী হবে? আমি তো মেসিকে বলেছি, আমিই চ্যাম্পিয়ন হব আর তোমার বিপক্ষে জিতব। এই নিয়ে দু’জনে হাসাহাসিও করেছি।’

বিশ্বকাপ জেতাটা নেইমারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং কাতারে সেই স্বপ্ন সফল করতে চান তিনি। তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হল বিশ্বকাপ জেতা। যখন থেকে বুঝতে শিখেছি ফুটবল খেলাটা কী, তখন থেকেই আমার স্বপ্ন বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন সফল করার আর একটা সুযোগ পাচ্ছি। আশা করছি, এ বার স্বপ্নটা সফল হবে।’

এবার বিশ্বকাপ থেকে নিজেদের ষষ্ঠ শিরোপা জয় করেই দেশে ফিরতে চায় ব্রাজিল। হেক্সা মিশন এবার সফল করতে চায়। নেইমার নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামবেন। এরআগে ব্রাজিল ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার কী তারা হেক্সা মিশন জয় করবে? তা ১৮ ডিসেম্বর ফাইনালে খেলে জিতলেই বোঝা যাবে। তবে আজ ব্রাজিলের শক্তিমক্তা ভালোভাবেই বোঝা যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ