Search
Close this search box.

নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে

নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে

স্পোর্টস ডেস্ক – ব্রাজিলিয়ান তারকা ফুটবলার পিএসজির নেইমার জুনিয়রের অ্যাঙ্কেল মচকে গেছে। লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। নেইমারকে নিয়ে দুঃসংবাদ শোনা গেছে।

গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। আগেই জানা গিয়েছিল, মচকে গেছে তার গোড়ালি। আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার ক্লাব পিএসজি জানাল, ব্রাজিলিয়ান তারকার লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে পিএসজি বলেছে, ‘বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, নেইমার জুনিয়রের অ্যাঙ্কেল মচকে গেছে, সঙ্গে কিছু লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে আরও কিছু পরীক্ষা করানো হবে তার।’
এই চোট সারিয়ে কবে নাগাদ নেইমার মাঠে ফিরতে পারেবেন সে বিষয়ে কোনো আপডেটও নেই আপাতত। অথচ দুই সপ্তাহ পরই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের খেলবে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জিতে পিএসজি। এ ম্যাচে চোট পান একটি গোল করা নেইমার। চোটে পড়ার আগে নিজে গোল করেন, সতীর্থকে দিয়ে গোলও করান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিলের বাঁজামা আঁদ্রের সঙ্গে সংঘর্ষে ডান অ্যাঙ্কেলে আঘাত পান ৩১ বছর বয়সী নেইমার। পরে অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

বায়ার্নের বিপক্ষে ৮ মার্চ গুরুত্বপূর্ণ ম্যাচটি নেইমার খেলতে পারবেন কি-না সেটা নিয়ে আছে সংশয়। তবে আগামী রবিবার মার্শেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের আসছে ম্যাচে যে তার খেলা হবে না সেটা নিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ