Search
Close this search box.

অস্ট্রেলিয়াকে আজ হারালেই কোয়ার্টার ফাইনালে খেলবে মেসির আর্জেন্টিনা

মিথুন আশরাফ – গ্রুপ পর্বের খেলা শেষ। এখন নকআউট পর্বে খেলতে নামার পালা শুরু। হারলেই বিদায়। বিশ্বকাপ মিশন শেষ। এমন সময় এসে পড়েছে। আজ যেমন নকআউট পর্বে, শেষ ষোলতে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে মেসির আর্জেন্টিনা। বিদায় নেবে অস্ট্রেলিয়া। যে দলই হারবে, বিশ্বকাপ থেকে বিদায় নেবে। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার নকআউট ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১ টায় আহমদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একইদিন রাত ৯ টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে লড়াই করবে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপর শেষ ষোলতে নাম লেখাতে হলে মেক্সিকো ও পোল্যান্ডকে হারাতেই হতো আর্জেন্টিনাকে। দুই দলকেই ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের গ্রুপ সেরা হয়েই শেষ ষোলতে খেলতে নামবে আর্জেন্টিনা।
অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে ভালো খেলেই শেষ ষোলতে ওঠে। ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারে। তবে তিউনিসিয়া ও ডেনমার্ককে ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়া। ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে শেষ ষোলতে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে শেষ ষোলতে পাওয়ায় আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বেড়েছে। তবে অস্ট্রেলিয়াও ছাড় দিতে রাজি নয়। তবে আর্জেন্টিনার জন্য কষ্টকর হলো, মাঝখানে দুইদিনও ভালো মতো অনুশীলন করার সুযোগ পায়নি। মেসির দল নকআউট পর্বে খেলবে। অথচ প্রস্তুতি ঠিকমতো নিতে পারেনি। সেই তুলনায় অস্ট্রেলিয়াও যে খুব ভালো অবস্থায় আছে, তা নয়। অসিরাও দুইদিন ভালো মতো অনুশীলন করার সুযোগ পায়নি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ক্ষোভও ঝেড়েছেন। স্কালোনি বলেছেন, স্রেফ পাগলামো। আমার মনে হয়, দুই দিনের মধ্যে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো। সেটাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না, এটা কী করে সম্ভব। এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরদিনই আবার খেলা। এখানকার কন্ডিশনও খুব ভালো নয়, তবে তা সবার জন্য একই। কিন্তু আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম। যা হোক ফিফার সিদ্ধান্ত, কিছু করার নেই।’

প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া নিয়ে বলতে গিয়ে আর্জেন্টিনা কোচ জানান, আমরা কমবেশি অস্ট্রেলিয়া দলটাকে দেখেছি। তবে ম্যাচ ধরে ধরে আমরা এগোতে চাই। শেষ দুই ম্যাচে আমরা শতভাগ দিতে পেরেছি। তবে সব সময় আপনার প্রতিপক্ষকে চোখে চোখ রাখতে হবে। তাদের সম্পর্কে পরিষ্কার ধারণাও রাখতে হবে। প্রতিপক্ষকে চুলচেরা বিশ্লেষণের পর মাথায় রাখতে হবে কীভাবে তাদের হারানো যায়।

অস্ট্রেলিয়া অবশ্য আর্জেন্টিনাকে হুংকারই দিয়েছে। আত্মবিশ্বাসে বলীয়ান অস্ট্রেলিয়ার মিচেল ডিউক রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, প্রতিপক্ষ লিওনেল মেসি বা যেই হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা মোটেও ভীত নন। তিনি বলেন, যাকে ইচ্ছা নিয়ে আসুন, আমার মনে হচ্ছে আমরা এখনই যে কারও বিপক্ষে লড়তে পারব। এটিই আমাদের বিশ্বাস আর আমরা এ মানসিকতা নিয়েই মাঠে নামি।
অনেকে ফ্রান্সের গ্রুপে অস্ট্রেলিয়াকে গোনায় ধরেনি। কিন্তু ডিউক বলেন, এবার ইতিহাস গড়তে চান। তিনি বলেন, সবাই আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমরা গ্রুপে দ্বিতীয় হয়েছি, এটি বিশাল এবং আমাদের পথচলা এখনো শেষ হয়ে যায়নি, আমরা ইতিহাস তৈরি করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ