মিথুন আশরাফ – নয় মাস পর আবার ওয়ানডে ক্রিকেট খেলতে নামলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। নেমেই দ্যুতি ছড়ান। ভারতের বিপক্ষে ৫ উইকেট শিকার করে নেন। যা ভারতের বিপক্ষে প্রথমবার ৫ উইকেট শিকার হয় সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন বোলিংয়ে ভারতও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বিপাকে পড়ে যায়। ভারতের বিপক্ষে বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ২৪ উইকেট শিকারী হয়ে যান সাকিব।
সাকিব ১০ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করে নেন। ভারতও ৪১.২ ওভারে ১৮৬ রান করতেই অলআউট হয়ে যায়। ম্যাচটিতে শুধু সাকিবই নন, পেসার এবাদত হোসেনও (৪/৪৭) ঝলক দেখান। গতির ঝড় তুলেন। সাকিব ও এবাদত মিলেই আসলে ভারতের ইনিংসের বারোটা বাজিয়ে দেন।
আর ১টি উইকেট যদি নিতে পারতেন সাকিব, তাহলে মুস্তাফিজুর রহমানকে (৬/৪৩) পেছনে ফেলে ভারতের বিপক্ষে এক ম্যাচে সেরা বোলার হতে পারতেন সাকিব। তা হননি। তবে গত বছর মার্চের পর আবার ওয়ানডে ক্রিকেট খেলতে নেমে সাকিব বুঝিয়ে দিয়েছেন, তিনি কি জিনিস! ভারতের বিপক্ষে এরআগে ২৩ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার ছিল মাশরাফি বিন মতুজার।সাকিব এখন সেরা হয়ে গেলেন।
বাংলাদেশের মাটিতে ২০১৫ সালের পর আবার ওয়ানডে খেলতে নামে ভারত ক্রিকেট দল। ২০১৫ সালে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এবার প্রথম ওয়ানডেতে বোলিং করতে এসেই প্রথম ওভারেই ২ উইকেট শিকার করেন সাকিব। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এক ওভারে সাজঘরে ফেরেন। তাতেই ম্যাচে বাংলাদেশের অবস্থা ভালো হয়ে যায়। এরপর ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর ও দিপাক চাহারকেও আউট করে দেন সাকিব। তাতেই ৫ উইকেট শিকার হয়ে যায়। ভারতের বিপক্ষে নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকারের সঙ্গে বাংলাদেশি বোলারদের মধ্যে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেটও শিকার করার কৃতিত্ব গড়েন সাকিব।