Search
Close this search box.

মেসির আর্জেন্টিনা-নেইমারের ব্রাজিলের স্বপ্নের ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনালে!

মেসির আর্জেন্টিনা-নেইমারের ব্রাজিলের স্বপ্নের ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনালে!

মিথুন আশরাফ – এখনও কোয়ার্টার ফাইনাল পর্ব শুরুই হয়নি। এর আগেই আর্জেন্টিনা-ব্রাজিল স্বপ্নের ম্যাচ নিয়ে শুরু হয়ে গেছে মহা আলোচনা। আর যে মাঝখানে একটি ম্যাচ। ম্যাচটি জিতলেই লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলের মধ্যে সেমিফাইনালে লড়াই হবে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার স্বপ্নের ম্যাচ দেখা হবে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যদি নেদারল্যান্ডসকে এবং ক্রোয়েশিয়াকে যদি ব্রাজিল হারিয়ে দেয়, তাহলে আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনালে লড়াই হবে। প্রথমবারের মতো বিশ^কাপে মেসি ও নেইমারের লড়াইও দেখার মিলবে। আর তাতে করে এটাও নিশ্চিত হয়ে যাচ্ছে, এবারও আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে কোনভাবেই বিশ্বকাপের ফাইনালে লড়াই দেখার সুযোগ থাকছেনা। ফুটবল বিশ্বকাপে কখনোই আর্জেন্টিনা-ব্রাজিল শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই হয়নি। এবারও তা হচ্ছে না।

এবার বিশ্বকাপের ২২তম আসরে শুরুতেই হোচট খায় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে যায়। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরে যায়। এরপর যে ঘুরে দাড়ায় আর্জেন্টিনা, মেসির ছন্দে শুধু জিতেই চলেছে। শেষ ষোলতে নাম লেখাতে হলে মেক্সিকো ও পোল্যান্ডকে হারাতেই হতো আর্জেন্টিনাকে। দুই দলকেই ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। দাপটের সঙ্গেই জিতে। ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের গ্রুপ সেরা হয়েই শেষ ষোলতে খেলতে নামে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায়। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এখন শুক্রবার বাংলাদেশ সময় রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়াই করবে আর্জেন্টিনা। ম্যাচটিতে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে মেসির আর্জেন্টিনা।

ব্রাজিলতো ইনজুরিতে পড়ার নেইমার, দানিলোর সঙ্গে অনেকগুলো ফুটবলারকে ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমে ক্যামেরুনের কাছে হেরে যায়। মনে করা হচ্ছিল, শেষ ষোলতেও নেইমার, দানিলো খেলতে পারবেন না। তাতে করে দক্ষিণ কোরিয়ার কাছে না আবার হেরে যায় ব্রাজিল। কিন্তু না। নেইমার, দানিলো খেললেন এবং ব্রাজিল ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে, দাপট দেখিয়ে জিতে ব্রাজিল।

গ্রুপ পর্বেও প্রথম দুই ম্যাচে দাপট দেখায় ব্রাজিল। ব্রাজিল প্রথম দুটি ম্যাচেই জিতে। তাতে করে শেষ ষোলতে খেলা নিশ্চিত করে ফেলে। সার্বিয়াকে ২-০ গোলে হারানোর পর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েই শেষ ষোলতে খেলা নিশ্চিত করে। তবে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে যায়। ৬ পয়েন্ট নিয়ে তবুও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়। শেষ ষোলতে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেয়। এখন ব্রাজিলের সামনে কোয়ার্টার ফাইনালে পড়েছে ক্রোয়েশিয়া। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯ টায় ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই হবে। ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল খেলা নিশ্চিত করবে ব্রাজিল। তাতে করে আর্জেন্টিনা যদি রাতে জিতে, তাহলে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে সেমিফাইনাল লড়াই হবে।

এরআগে দুই দল কখনোই সেমিফাইনালে লড়াই করেনি। বিশ্বকাপে চার ম্যাচ খেলেছে। তবে ১৯৯০ সালের পর দুই দলের মধ্যকার কখনোই বিশ্বকাপে লড়াই দেখার মিলেনি। চার ম্যাচের মধ্যে আবার ব্রাজিল দুটি ও আর্জেন্টিনা একটি ম্যাচ জিতে। একটি ম্যাচ হয় গোলশূন্য ড্র। সবশেষ ডিয়োগো ম্যারাডোনার সময়ে ১৯৯০ সালে শেষ ১৬’র খেলায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিদায় করেছিল আর্জেন্টিনা। এই একটি জয়ই বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে পায় আর্জেন্টিনা। এছাড়া দ্বিতীয় রাউন্ডে ১৯৮২ সালে ৩-১ গোলে ও ১৯৭৪ সালে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল। ১৯৭৮ সালের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ