Search
Close this search box.

ভারতকে হারালেই সিরিজ বাংলাদেশের

ভারতকে আজ হারালেই সিরিজ বাংলাদেশের

মিথুন আশরাফ – বাংলাদেশ ও ভারতের মধ্যকার আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১২ টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটিতে বাংলাদেশ জিতলেই ভারতকে সিরিজে হারাবে। প্রথম ওয়ানডেতে যে মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য নৈপুন্যে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আজ জিতলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতে যাবে বাংলাদেশ। ২০১৫ সালে যেমনটি ভারতের বিপক্ষে হয়েছিল, ঠিক তেমনটিই হবে।

প্রথম ওয়ানডেতে আসলে মিরাজের কাছেই হারে ভারত। নিশ্চিত হারা ম্যাচটিকে অবিশ্বাস্যভাবে জিতিয়ে দেন মিরাজ। ‘মিরাকল’ ঘটনা। ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১২৮ থেকে ১৩৬ রানে, ৮ রানের মধ্যে ৫ উইকেট হারায়। জিততে তখনও ৫১ রান লাগে। হাতে থাকে ১ উইকেট। সেখান থেকে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে জিতিয়ে দেন মিরাজ। মিরাজ ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৮ রান করে ম্যাচ জয়ের নায়ক হন। আর মুস্তাফিজ উইকেট আকড়ে থেকে মিরাজকে অভয় দিয়ে ১১ বলে ২ চারে অপরাজিত ১০ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ উইকেটে ৫১ রানের জুটি গড়ে যে মিরাজ-মুস্তাফিজ জয় এনে দেন, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটিই শেষ উইকেটে ৫০ রান বা তার বেশি করে কোন দলের বিপক্ষে একমাত্র জয়।

আজ কী হবে? ২০১৫ সালের স্মৃতি কী ফিরে আসবে? বাংলাদেশের মাটিতে সেবারই এরআগে শেষবার সিরিজ খেলে ভারত। ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। সেবার প্রথম দুই ওয়ানডেতেই হেরে গিয়েছিল ভারত। প্রথম ওয়ানডেতে ৭৯ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছিল ভারতের। শেষ ম্যাচটিতে ৭৭ রানে জিতে সিরিজে ব্যবধান কমিয়েছিল ভারত। এবার প্রথম ওয়ানডে জেতায় সেইরকম আশাই করা হচ্ছে। সেই আশা এখন পূরণ হয়ে গেলেই হয়।

সেবারও কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই খেলা হয়েছিল। সেবার মুস্তাফিজ বল হাতে ভারতের বারোটা বাজিয়ে দিয়েছিলেন। এবার প্রথম ওয়ানডেতে মিরাজ দ্যুতি দেখার মিলেছে। তবে বল হাতে না হলেও ব্যাট হাতে শেষে উইকেট আকড়ে থেকেছেন মুস্তাফিজ। তাতেই মিরাজ ম্যাচ জেতাতে পেরেছেন। যদিও বল হাতে সাকিব আল হাসান ৫ উইকেট নিয়েই আসলে ভারতের স্কোর অল্পতে থামিয়ে রাখতে পেরেছিলেন। তবে ব্যাট হাতে উপরের সাড়ির ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে না পারায় বিপদ এসেছিল। সেই বিপদ থেকে দলকে মুক্ত করেন মিরাজ। জেতান। আজ দ্বিতীয় ওয়ানডেতেও সেই রকম কিছু হয়ে গেলেই হয়। ভারতকে আবারও সিরিজ হারিয়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ