Search
Close this search box.
নেইমারের পর রোনাল্ডোরও বিশ্বকাপ শেষ

স্বপ্ন বেঁচে আছে এখন শুধু মেসির

স্বপ্ন বেঁচে আছে এখন শুধু মেসির

মিথুন আশরাফ – কাতার বিশ্বকাপ শুরুর আগে তিন ফুটবলারকে নিয়ে যত আলোচনা ছিল। একজন, আর্জেন্টিনার লিওনেল মেসি। আরেকজন, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তৃতীয়জন হচ্ছেন, ব্রাজিলের নেইমার। তিনজনের মধ্যে নেইমারের পর রোনাল্ডোরও বিশ্বকাপ শেষ হয়ে গেছে। এখন শুধু স্বপ্ন বেঁচে আছে মেসির।

শুক্রবার বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। আর তাতে করে নেইমারের বিশ^কাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। শনিবার বিদায় নেয় পর্তুগালও। তাতে করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও বিশ^কাপ শেষ হয়ে যায়। এখন শুধু বিশ^চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বেঁচে আছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।

ব্রাজিলের কঁপাল পুড়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নেইমার গোল করে এগিয়ে দেন। এক গোল দিয়েও একেবারে শেষমুহুর্তে গিয়ে গোল হজম করে। এরপর টাইব্রেকারে খেলা গড়ায়। তাতে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল। বিদায় নেয়। কান্নায় ভেঙ্গে পড়েন নেইমার। স্বপ্ন যে শেষ হয়ে যায়।

পর্তুগালের খেলা নির্ধারিত ওভারেই শেষ হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে ৪২ মিনিটে যে মরক্কো একটি গোল দেয়, জিতবে দুরে থাক, সমতায়ই আর ফিরতে পারেনা পর্তুগাল। রোনাল্ডোকেও শুরুতে নামানো হয়নি। দ্বিতীয়ার্ধে যখন নামেন, তখন আর কিছু করতে পারেননি। কান্না করতে থেকে বিদায় নেন রোনাল্ডো।

রোনাল্ডো ও নেইমার বিদায় নিয়েছে। এখন আছেন শুধু মেসি। আর দুটি ম্যাচ। জিততে পারলেই প্রথমবারের মতো বিশ^কাপের শিরোপা উচিয়ে ধরবেন মেসি। এরআগে জিততে হবে সেমিফাইনাল ম্যাচে। কোয়ার্টার ফাইনালে নিশ্চিত জেতা ম্যাচে শেষমুহুর্তে গোল খেয়ে হারতেই বসেছিল আর্জেন্টিনা। অবশেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় মেসির আর্জেন্টিনা। এবার মঙ্গলবার বাংলাদেশ সময় গভীর রাত ১ টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলা রয়েছে আর্জেন্টিনার। জিতলেই ২০১৪ সালের পর আবার ফাইনালে উঠে যাবে আর্জেন্টিনা।

সেমিফাইনালে খেলতে নেমে কখনোই হারেনি আর্জেন্টিনা। ২২তম বিশ^কাপ হচ্ছে। এরআগে চারবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে আর্জেন্টিনা। একবারও হারেনি। প্রতিবার জিতে ফাইনালে খেলেছে। ১৯৭৮ ও ১৯৮৬ সালে তো চ্যাম্পিয়নই হয়েছে। আর ১৯৯০ ও ২০১৪ সালে হয়েছে রানার্সআপ। ক্রোয়েশিয়াকে হারিয়ে যদি ফাইনালে উঠে আর্জেন্টিনা, তাহলে ৮ বছর পর আবার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে মেসির দল আর্জেন্টিনা। এখন সবার চাওয়া সেটিই। যেহেতু রোনাল্ডোও নেই। নেইমারও নেই। এখন মেসিকে নিয়েই স্বপ্ন বেঁচে আছে। মেসির স্বপ্নও বেঁচে আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ