স্পোর্টস রিপোর্টার – ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রঙ হারিয়েছে। পিছিয়ে পড়ছে। নবম আসর শুরুর আগে তো তুমুল সমালোচনাই হচ্ছে। বাংলাদেশ অলরাউন্ডার ও এবার বিপিএলের নবম আসরে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান তো বলেই দিয়েছেন, বিপিএলের সিইও’র দায়িত্ব পেলে দুই মাস লাগবে পরিবর্তন করতে। বাংলাদেশ দলের সফল অধিনায়ক ও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও সমালোচনা করেছেন।
সাকিব বলেছেন, ‘আমাকে যদি বিপিএলের সিইওয়ের দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, ১ থেকে ২ মাস লাগবে সব কিছু ঠিক করতে, ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’
মাশরাফি বলেছেন, ‘এটা তো হ-য-র-ল, পরিবেশ দেখলে আপনার তাই মনে হবে, কারণ, এক মাঠে ছয়-সাত দল অনুশীলন করছে, রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে, এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আমাদের ওই নির্দিষ্ট দলের সুযোগ-সুবিধা, ওই যে বললাম না, আয়োজনটা সঠিক পন্থায় করতে হবে, তখন হয়তোবা এটা হবে, খালি চোখে যে কেউ এসে দেখে যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে, এটা হযবরল ব্যাপার, এটা বলতে পারে।’
সাকিবের সঙ্গে একমত পোষণ করে ম্যাশের বক্তব্য, ‘সাকিবের সঙ্গে একমত, ইচ্ছার জায়গা, সীমাবদ্ধতার জায়গাও মাথায় এনেছি, লাভ না হলে তো আপনি থাকতে চাইবেন না, ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো লোকসান করে, ওই জায়গায় ক্রিকেট বোর্ডকে দেখতে হবে, সেটা কমফোর্ট জোনে আনলে টুর্নামেন্টের চেহারা বদলে যাবে।’
তিনি আরও বলেন, ‘সাকিব এত কিছু বলেছে, আমিও কিছু না কিছু বললাম, এই যে পরবর্তী বছরে যদি ছয় মাস আগে পরিকল্পনা করে, যেহেতু তিন বছরের জন্য দলগুলো দিয়েছে, এটা ভালো হয়েছে, দারুণ হয়েছে, অন্তত তিন বছরের জন্য নিয়েছে, দলগুলো এখন ক্লিয়ার, দলগুলোকে সমর্থন করতে হবে, কোন উপায়ে সমর্থন করবে, দলগুলো কী চায়, তারা কী চায়, বিপিএল গভর্নিং বডির সঙ্গে বসলে কিন্তু সমাধান হয়, টুর্নামেন্টের তিন মাসে একটা নিলাম, তারপর টুর্নামেন্টের আগে মাঠে অনুশীলন করে এভাবে পরিবর্তন হবে না, বিস্তর আলোচনার বিষয় আছে, রমিজ রাজা (পিসিবির চেয়ারম্যান হিসেবে) এক বছরে এসে লাভ কত করেছে (পিএসএলে), এমন কিছু তো করেনি, অর্গানাইজড ছিল, সাকিব যেটা বলেছে, স্পট অন মনে হয়, একটু যদি পরিবর্তন আনি, বাংলাদেশে কিছুটা বাধা আছে, তাদের একটু সহায়তা দিলে এটা হবে।’