স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে বিদায় করে টিকে রইল সোহানের রংপুর রাইডার্স। রবিবার সাকিবদের ৪ উইকেটে হারালো সোহানরা। তাতে করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করল রংপুর। এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে পারলে ফাইনালে খেলবে রংপুর। হারলে বিদায় নেবে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর। আগে ব্যাটিং করে সাকিবের বরিশাল ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭০ রান করে। ওপেনার মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ ৬৯ রান করেন। মাহমুদুল্লাহ রিয়াদ ৩৪ ও করিম জানাত অপরাজিত ৩৩ রান করেন। ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে আসে অপরাজিত ১৭ রান। অধিনায়ক সাকিব ব্যাট করতেই নামেননি। বল হাতে দাসুন সানাকা নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৭২ রান করে জিতে যায় রংপুর। ৩ বল বাকি থাকতে জয় তুলে নেয়। ব্যাট হাতে শামিম হোসেন ৭১ রান, রনি তালুকদার ২৯ রান করেন। শেষদিকে দাসুন সানাকা (১৬*) ও মেহেদি হাসান (১৮*) মিলে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রংপুরকে জেতান। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ১৮ রান করেন। ১৮তম ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে রংপুর। তখন জিততে ১২ বলে ১৯ রান লাগে। ৩ বল বাকি থাকতেই সানাকা ও মেহেদি মিলে তা করে ফেলেন। শেষ ৬ বলে জিততে যখন ৮ রান লাগে, তখন টানা দুই বলে বাউন্ডারি হাকান মেহেদি। জয় নিশ্চিত হয়ে যায়। ফাইনালে ওঠার আশাও জিইয়ে থাকে। বরিশালের অধিনায়ক সাকিব, কামরুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট শিকার করে নেন। এবারের বিপিএল থেকে বিদায় নেয় ফরচুন বরিশাল।