Search
Close this search box.

সাকিব-তামিম বিরোধ, গ্রুপিং, ড্রেসিংরুম অস্বাস্থ্যকর

সাকিব-তামিম বিরোধ, গ্রুপিং, ড্রেসিংরুম অস্বাস্থ্যকর

স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘এটা স্বাস্থ্যকর ড্রেসিংরুম না, এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এই জিনিসটা (সাকিব-তামিমের মধ্যে ফাটল) এমন না যে আমি মেটানোর চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি, এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে এটা সহজে সমাধান করার মতো বিষয় না। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। আমরা দুজনকেই একটা বার্তা দিয়েছি – “আমরা জানি না তোমাদের মধ্যে কি আছে। কিন্তু কোন খেলা বা সিরিজের সময় এই সমস্যা যেন প্রকাশ্য না হয়।” তারা দুজনেই এটা নিশ্চিত করেছে খেলার সময় এটা হবে না।’
সাকিব-তামিম বিরোধ ছাড়াও দলের ভেতর একাধিক গ্রুপের অস্বস্তি খোঁজে পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, এটা বাস্তবতা। আমার অন্য কোন কিছু নিয়ে সমস্যা নাই। আমি এই গ্রুপিং নিয়ে খুব উদ্বিগ্ন। মাত্র কদিন আগে আমি এটা জানতে পেরেছি। আমরা ভালো আগামী চাইতে হলে এটার শেষ দেখতে চাই। সবাইকে বুঝতে হবে গ্রুপিং করার জায়গা এখানে নাই।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বোর্ড সভাপতি একটি সাক্ষাতকার দেন। স্বাক্ষাতকারেই বোর্ড সভাপতির এমন কথা সামনে আসে। তাতে করে সাকিব-তামিমের সম্পর্কে যে কেমন তীক্ততা আছে, তা ভালোভাবেই ধরা পড়েছে। দলে যে গ্রুপিং সমস্যাও আছে, তাও বোঝা যাচ্ছে।

বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান ও সফলতম ওপেনার তামিম ইকবালের মধ্যে বেশ অনেকদিন ধরেই টানপোড়েন চলছে। এটি এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই। তাদের এমন বিরোধ সম্পর্কের কারণে বাংলাদেশ দলের ড্রেসিং রুম আর স্বাস্থ্যকর না। তা ভালোভাবেই বোঝা হয়ে গেল।

খেলার বাইরে সাকিব ও তামিমের মধ্যে স্বাভাবিক কথাবার্তা চালু নেই। কোন অনুষ্ঠানে হাজির হলেও কেউ কারো সঙ্গে সৌজন্যতা বিনিময় করেননা। খেলার মাঠে বোলিং, ফিল্ডিং বা ব্যাটিংয়ে জুটির সময় প্রয়োজনীয় কথা বলতে দেখা গেছে দুজনকে। বিসিবি সভাপতি চান ড্রেসিংরুমেও তারা যেন থাকেন স্বাভাবিক। খেলা শেষ হয়ে গেলে নিজেরা কি করবেন সেটা তাদের একান্ত বিষয়। বিসিবি সভাপতি বলেন, ‘তাদের খেলার মাঠে ও ড্রেসিংরুমে কথা বলতে হবে। ড্রেসিংরুমের আবহও খুব খারাপ ছিল কিন্তু এখন কিছুটা উন্নত হচ্ছে। এই সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে) থেকে আমি এটার বদল চাই (তাদের সম্পর্কের)। অন্তত ড্রেসিংরুমে। খেলার বাইরে তারা কি করবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই।’

নতুন প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার একটা দ্বন্দ্ব ছিল প্রথম দফায় যখন কোচ ছিলেন। এবার কী হবে? বিসিবি সভাপতি বলেন, ‘আমি মনে করি এটা কঠিন হবে। এমনকি ডমিঙ্গোর সাথে সিনিয়রদের সমস্যা ছিল এবং একপর্যায়ে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন। আপনি যদি হাল ছেড়ে দেন তবে এটি আমাদের উপকারে আসবে না। কোচ যদি কিছু না বলেন এবং অন্যদের যা কিছু করতে দেন, তাহলে কোনো লাভ নেই (তাকে রাখার) এবং আমাদের সেখানে পরিবর্তন আনা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সমস্যা হলো তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিছুই বলছে না। হাথুরুসিংহের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে (তার জন্য এবং সিনিয়রদের জন্যও) কারণ আমি একটা জিনিস জানি যে, একজন সিনিয়র যদি পারফর্ম না করে, হাথুরুসিংহে তাকে দলে রাখবে না।’ সঙ্গে যোগ করেন, ‘তিনি যে বাংলাদেশকে আগে পরিচালনা করেছিলেন এবং যে দলটি তিনি নিচ্ছেন তার মধ্যে পার্থক্য রয়েছে। এখন তামিম তার মনের কথা বলবেন আর সাকিবও তাই করবেন। সাকিবের ভালো দিক হলো, কোনো কোচের সঙ্গে তার কোনো সমস্যা হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ