Search
Close this search box.

সাকিবকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

সাকিবকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

স্টাফ রিপোর্টার – দুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ প্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা। তিনি পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! এই জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্রিকেট আইকন, বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চিত্রনায়িকা দীঘি, হিরো আলমসহ আরো কয়েকজন সংগীতশিল্পী। উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর তাতে করে সাকিবকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। জানিয়েছেন ডিবি প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

পুলিশ খুনের মামলার আসামির দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা মামুনকে শুধু হত্যায় করেনি তারা, তার লাশটাও যেন না পাওয়া যায় তারা কালীগঞ্জে জঙ্গলে ফেলে এসেছে। আমরা এ হত্যা মামলার তদন্ত করে চার্জশিটও দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ইন্টারপোললের মাধ্যমে আসামি আরাফ খানকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় দেখা হচ্ছে। এ ছাড়া সাকিবদের অবগত করার পরও মার্ডার মামলার আসামি আরাফ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে কেনো গেলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনে তাদের দেশে ফেরার পর ডেকে জানতে চাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ