Search
Close this search box.

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, বাদ আফিফ

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, বাদ আফিফ

স্পোর্টস রিপোর্টার – আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে দুই নতুন মুখ রিশাদ হোসেন আর জাকের আলী অনিক। ওয়ানডের পর টি-টোয়েন্টি দল থেকেও এবার বাদ পড়েছেন আফিফ হোসেন। আফিফ ছাড়াও সবশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, পেসার রেজাউর রহমান রাজা আর স্পিনার তানভীর ইসলাম। এদিকে, দলে নতুন করে ডাক পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

বুধবার আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। সবশেষ বিপিএলের পারফরম্যান্সই স্পিনার রিশাদ আর উইকেটরক্ষক জাকেরকে টাইগারদের টি-টোয়েন্টি দলে জায়গা করে দিয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে এখন ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আর একটি ওয়ানডে আছে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি দিয়ে ২৭ মার্চ সিরিজ শুরু হবে। এরপর ২৯ মার্চ দ্বিতীয় ও ৩১ মার্চ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২ টায় ম্যাচগুলো শুরু হবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল – সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ