Search
Close this search box.

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, পেছাল ব্রাজিল

সময়টা একেবারেই ভাল কাটছে না ব্রাজিলের। নিজেদের সবশেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে সেলেসাওরা। আর টানা এই হারের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। সবশেষ ৩০ নভেম্বর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে ৫ম স্থানে আছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিল নিচে নেমে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ের উপরে উঠে এসেছে ইংল্যান্ড এবং বেলজিয়াম। ৩য় স্থানে ইংল্যান্ড এবং ৪র্থ স্থানে রয়েছে বেলজিয়াম।

ব্রাজিল টানা হারের কারণে এক ধাক্কায় ২৮.১১ রেটিং পয়েন্ট হারিয়েছে। বর্তমানে তাদের রেটিং ১৮১২.২। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা আর্জেন্টিনারও রেটিং কমেছে ৬.০৯। তারপরও ১৮৫৫.২ রেটিং নিয়ে সবার উপরে রয়েছে আলবিসেলেস্তেরা। আর ১৮৪৫.৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স। তাদেরও রেটিং কমেছে ৭.৬৭। ৩য় স্থানে থাকা ইংল্যান্ডও হারিয়েছে ৭.৮৩ রেটিং পয়েন্ট।

এছাড়া এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ছয় ও সাতে অবস্থান নেদারল্যান্ডস ও পর্তুগালের। তবে এরপর বাকি তিন দলের অবস্থান পরিবর্তন হয়নি। র‍্যাঙ্কিংয়ে ৮ থেকে ১০ নম্বরে আছে যথাক্রমে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনা উভয়কেই হারিয়েছে উরুগুয়ে। ফলে চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে দলটি।

এদিকে, রেটিং ৪.১৫ বাড়লেও র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের। ৯১৬.৭৫ রেটিং নিয়ে ১৮৩ নম্বরে আছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ