পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে ছক্কার বিশ্ব রেকর্ডও করে ফেলেন কিউই ওপেনার ফিন অ্যালেন।
এই ওপেনার নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলার সঙ্গে করেন ছক্কার বিশ্ব রেকর্ড। ২৭ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ফিফটি করার পর সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৯ বলে ৫টি চার ও ১১টি ছক্কায়।
শেষ পর্যন্ত জামান খানের বলে বোল্ড হওয়ার আগে খেলেন ৬২ বলে ৫টি চার ও ১৬টি ছক্কায় ২২০.৯৬ স্ট্রাইক রেটে ১৩৭ রানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে এতদিন ব্র্যান্ডন ম্যাকলালামের করা ১২৩ (৫০) করা ইনিংসটিই ছিল সর্বোচ্চ। সেটি তো টপকে গেছেনই, এমন কী শুধু বাউন্ডারি হাঁকিয়ে ৯৬ রান করা ম্যাককালামের রেকর্ডও ফিন অ্যালেন টপকে গেছেন ১১৬ রান করে।
ফিন অ্যালেন এই ম্যাচে পাকিস্তানি বোলারদের কমবেশি সবাইকেই তুলোধুনো করেন। তবে সবচেয়ে বেশি ঝড়টা গেছে হারিস রউফের উপর দিয়ে। এর কারণটা শুনলে যে কেউ হাসবে।
ডানেডিনে ম্যাচের ইনিংস বিরতিতে ব্রডকাস্টারের সঙ্গে কথা বলার সময় অ্যালেন বলেন রউফের সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল। তিনি বলেন, ‘সিরিজের আগে আমরা একটা চুক্তি করেছিলাম। রউফ আমাকে কোনও বাম্পারস (বাউন্সার) দেবে না, আমিও তার বলে মারবো না। সে আমাকে বাম্পারস দিয়েছে, তাই সব চুক্তিটুক্তি বাতিল হয়ে গেছে।’
অ্যালেনের বিপক্ষে শুরু থেকেই গতি আর বাউন্সের ঝড় তোলেন রউফ। বাউন্স দেখেই শর্ত ভাঙেন অ্যালেন। ইনিংসের ষষ্ঠ ওভারে রউফ ছক্কা দেন ৩টি। ওই ওভারে মোট ২৮ রান দেন রউফ। এরপর ইনিংসের ১২তম ওভারে রউফের বলে আরও ৩টি ছক্কা মারেন অ্যালেন। ওই ওভারে রান দেন ২৩। সব মিলিয়ে ৪ ওভারে ৬০ রান দেন রউফ।