Search
Close this search box.

কার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত?

গতকাল বুধবার রাজকোটে গণমাধ্যমের সঙ্গে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ’র আলাপকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললে তিনি জানান, বিশ্বকাপ আসরে রোহিতের অধীনেই খেলবে ভারতীয়রা।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাকে রাখা হবে কি না, সেটি নিয়ে ছিল নানান আলোচনা-সমালোচনা। অবশেষে রোহিতকে অধিনায়ক করেই দলে নিয়েছে ভারত।

গেলো আসরের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও রোহিতের অধীনেই খেলেছিল ভারত। এবারও ‘হিটম্যান’ খ্যাত রোহিতের কাঁধেই ভারতের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। ফলে টানা দু্ই টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের নেতৃত্ব দিচ্ছেন রোহিত।

২০২৩ সালের পুরো বছরে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি রোহিত। অবশেষে চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সংক্ষিপ্ত ফরম্যাটে খেলায় ফিরেছেন ভারতীয় ওপেনার।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজিত বিশ্বকাপে খেলতে যাচ্ছেন এই ডানহাতি মারকুটে ব্যাটার। আর গতকাল জয় শাহ সেটিই নিশ্চিত করেছেন।

২০২৩ বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য। যে কারণে, অনেকের মনে হয়েছিল, সূর্যের অধীনেই হয়তো বিশ্বকাপটা খেলে ফেলবে ভারত। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ