Search
Close this search box.

সন্তান জন্মের পর মারা গেলেন সাফজয়ী ফুটবলার রাজিয়া

সন্তান জন্মের পর মারা গেলেন অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার রাজিয়া খাতুন। বুধবার (১৩ মার্চ) রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন এই নারী ফুটবলার। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

রাজিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দিক।’

২০০১ সালের ২৫ জানুয়ারি জন্ম নেয়া রাজিয়া ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের সদস্য ছিলেন রাজিয়া।

২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলেছিলেন রাজিয়া। পরের বছর ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। সিনিয়র দলের সঙ্গেও তিনিও ক্যাম্প করেছেন কিছুদিন। পারফরম্যান্সে অবনতির জন্য ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়েন এই ফুটবলার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ