সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে এই চিনির চালান দেশের অভ্যন্তরে আনেন চোরাকারকারিরা। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিকেলে সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশিকালে চোরাই চিনির চালান জব্দ করা হয়। একজনকে আটক করে এসএমপির শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৯ বস্তা চিনি জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকচালক আশরাফুল ইসলামকে আটক দেখানো হয়েছে। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।