স্বস্তির জয় পেলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা ব্রাজিলের ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছে। পয়েন্ট তারিকায় নিচে দিকে থাকা ব্রাজিল আজ ইকুয়েডরকে নিয়ে বেশ চ্যালেঞ্জের মধ্যেই ছিল। সেই চ্যালেঞ্জটা বেশ কষ্টেই পার করল সেলেসাওরা। ঘরের মাঠে রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল।

ব্রাজিলের জয়টা এসেছে রদ্রিগো গোয়েজের কল্যাণে। তার একমাত্র গোলই আজ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের নিয়তি গড়ে দিয়েছে। ব্রাজিল জিতেছে ১-০ গোলে।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। সেই হিসেবে কুয়েডরের সঙ্গে বেশ চাপ নিয়ে খেলেছে দলটি। শেষ পর্যন্ত ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ১–০ গোলের জয়ে শুধু ৩ পয়েন্ট তুলে নেয়ার স্বস্তিই পেয়েছেন ভিনিসিয়ুস–রদ্রিগোরা।

ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে ম্যাচের ৩০ মিনিটে। প্রথমার্ধে গোল হজমের পর ইকুয়েডর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করেই জয় পেয়েছে ব্রাজিল। গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার পর এটাই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ।

বিশ্বকাপ বাছাইয়ে এ জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠল ব্রাজিল। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে দরিভালের দল। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ