অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতের অষ্টম নাকি বাংলাদেশের দ্বিতীয়

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। তাদের সামনে এবার শিরোপা ধরে রাখার মিশন। আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

যেখানে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৭টি শিরোপা জিতেছে ভারত। সবশেষ ২০২১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে সপ্তম শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার অষ্টম শিরোপার সামনে দাঁড়িয়ে। বাংলাদেশের দ্বিতীয় শিরোপা নাকি ভারতের অষ্টম এটাই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিকরা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়া ভারত ফাইনালে খেলছে। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যায় পাকিস্তান।

সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারায় মোহাম্মদ আমানের দল ভারত। প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে শ্রীলংকা। জবাবে ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিল ভারতীয়রা। আয়ুশ ২৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিং ৩৬ বলে করেন ৬৭ রান। ৬টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল এই ব্যাটারের ইনিংস। শ্রীলংকার কোনো বোলারই ভারতীয়দের আগ্রাসী ব্যাটিং থামাতে পারেননি। ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ করে ভারত।

প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৩৭ ওভারে ১১৬ রান। সর্বোচ্চ ফারহান ইউসুফের ৩২ রান ছিল চোখে পরার মতো। বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন। ২৪ রানে ৪ উইকেট নেন। জবাবে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক আজিজুল হাকিম। তিনি ৪২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ