স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড দক্ষতা এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের এই ক্রিকেটার আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন। টেস্ট অলরাউন্ডার হিসেবে শীর্ষে ওঠার পথে তিনি এগিয়ে চলেছেন। যা দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন আশা তৈরি করেছে। সাকিব আল হাসানের পর বিশ্ব সেরা হওয়ার পথে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে মিরাজ দুই ধাপ এগিয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে টপকে ২য় স্থানে চলে এসেছেন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে ২৮৪ রেটিং পয়েন্ট। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে অবশ্য এখনও ব্যবধান অনেক। ৪১৫ পয়েন্ট নিয়ে জাদেজা প্রথম স্থানে আছেন। মিরাজের এই অগ্রগতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক উন্নতিরই প্রতিফলন।
মেহেদী হাসান মিরাজ ছাড়াও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে আরও কয়েকজনের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ব্যাটারদের তালিকায় জাকের আলী কিংস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ২১ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে পৌঁছেছেন। অধিনায়ক মিরাজ নিজেও ব্যাটারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৬২তম অবস্থানে উঠে এসেছেন। অন্যদিকে, ওপেনার সাদমান ইসলাম ২৩ ধাপ এগিয়ে এখন আছেন ৭৪তম স্থানে।
বোলারদের মধ্যে তাইজুল তিন ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছেছেন। তাসকিন আহমেদও উন্নতি করেছেন। তিনি এখন ৪৯তম স্থানে আছেন। হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন। আর নাহিদ রানা ১৫ ধাপ এগিয়ে এখন আছেন ৭৩তম স্থানে চলে এসেছেন।