স্পোর্টস রিপোর্টার – ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল-ব্যাট হাতে অসাধারণ নৈপুন্য দেখান মেহেদী হাসান মিরাজ। ৪ উইকেট শিকার করার সঙ্গে ২০ রান নিয়ে ম্যাচ জেতান। বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই সিরিজ জিতে। শনিবার থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও এক টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। এরআগে মিরাজ বলেছেন, বাংলাদেশ একদিন বিশ^চ্যাম্পিয়ন হবে। এক অনুষ্ঠানে তিনি এমন স্বপ্নের কথা জানান।
তিনি বলেন, ‘অবশ্যই, এটা তো সবসময় স্বপ্ন দেখি যে, বাংলাদেশ একদিন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে একদিন। আমি যেন সব মানুষের স্বপ্নটা পূরণ করতে পারি, ইনশাআল্লাহ।’
ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে মিরাজ জানান, ‘আমরা ফলাফল নিয়ে চিন্তা করিনি। আমরা চেষ্টা করেছি প্রসেসটা কীভাবে বাস্তবায়ন করা যায় ও প্রসেসে থাকা যায়। ফলাফলটা দিনশেষে আসবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, ফল কখনো আসবে না। তাই আমরা মাঠে ওইভাবেই চেষ্টা করেছি ব্যাটসম্যানরা যেন রান করতে পারি, বোলাররা যেন ভালো বল করতে পারি এবং যারা ফিল্ডার তারা যেন সমর্থন দিতে পারি। সব মিলিয়ে টিম কম্বিনেশন ভালো ছিল এবং সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই আমরা জিতেছি।’
তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরে ওডিআই ভালো খেলে আসছি। সবাই কিন্তু বলে যে, আমরা টি-টোয়েন্টিতে ভালো দল নই, টেস্টে ভালো করতে পারি না। আমার মনে হয়, টি-টোয়েন্টিতে এই শুরু হলো আমাদের, সিরিজ জিতেছি ও ধবলধোলাই করেছি। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় এসেছে, যারা অনেক সাহসী ও মেধাবী। এই প্রতিভা যদি তারা মাঠে কাজে লাগানো যায় তাহলে ভালো ফল আসবে। আমার মনে হয় সবাই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে। সবাই যেভাবে পরিশ্রম করছে, এটা আমাদের দলকে অনেক ওপরে নিয়ে যাবে ও মোটিভেট করবে।’
ওয়ানডে সিরিজ হার নিয়ে বলেন, ‘ওয়ানডেতে আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরেছি। বিশেষ করে প্রথম ম্যাচটা খুব কাছে গিয়ে হেরেছিলাম। ওইটা জিততে পারলে সিরিজ জিততাম। তা ছাড়া ওয়ানডেতে কিছু ঘাটতি ছিল, সেগুলো যেন টি-টোয়েন্টিতে পুনরাবৃত্তি না হয় তা চেষ্টা করেছি। আমরা ইংল্যান্ডকে নিয়ে ভালোমতো পরিকল্পনা করেছিলাম। কোন জায়গায় কীভাবে বোলিং করব, কোন ব্যাটসম্যানকে কীভাবে করব। ব্যাটসম্যানরাও পরিকল্পনা করেছিল যে কোন বোলারকে কীভাবে খেলবে। সবাই পরিকল্পনা করেছি। অনেক সময় পরিকল্পনা সফল হয়, অনেক সময় হয় না। ওয়ানডেতে ছোট কিছু ভুল হয়েছিল। আমরা মানুষ তো, আমরা ভুল করবই। কিছু ভুলের জন্য ওয়ানডে সিরিজ জিততে পারিনি কিন্তু টি-টোয়েন্টিতে পরিকল্পনার বাস্তবায়ন খুব ভালোভাবে হয়েছে। সেজন্য আমরা টি-টোয়েন্টিতে সফল হয়েছি। আয়ারল্যান্ড সিরিজেও একই পরিকল্পনায় থাকবে ইনশাআল্লাহ।’
নিজেকে পরবর্তী সাকিব আল হাসান মনে করা নিয়ে মিরাজ জানান, ‘বিশ্বাস না করলে তো (বেশিদূর) যেতে পারব না। অবশ্যই বিশ্বাস করি। দলে যত বেশি অলরাউন্ডার থাকে, দলের অবস্থা তত ভালো থাকে। কম্বিনেশন করতে ভালো হয়। সাকিব ভাই তো বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনেই বিশ্বসেরা খেলোয়াড় দেখছি, তখন অবশ্যই আমাদেরও চাহিদা থাকে যে আমরাও একদিন হবো। যদি আমরা ভাবি দলের একজনই ম্যাচজয়ী খেলোয়াড় তাহলে দল একদিন জিতবে, প্রতিনিয়ত জিতবে না। আমাদের দলের সবাই এখন যে কেউ যে কোনো দিন ম্যাচ জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে ব্যাটিং ভালো হচ্ছে। চেষ্টা করব ব্যাটিং ভালো করে যাওয়ার জন্য।’
সামনের লক্ষ্য নিয়ে বলতে গিয়ে জানান, ‘আমাদের প্রতিটি পদক্ষেপই চ্যালেঞ্জ। অবশ্যই উন্নতির শেষ নেই। প্রতিদিনই উন্নতি করতে হবে। আমি যদি নিজেকে একই জায়গায় রাখি তাহলে আমি ওপরে যেতে পারব না। চ্যালেঞ্জ এটাই যে, নিজেকে প্রতিনিয়ত উন্নতির দিকে পরিবর্তন করতে হবে।’