সোমবার, ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্রিকেটে কূটনৈতিক ছায়া

অনিশ্চিত রোহিতদের বাংলাদেশ সফর

অনিশ্চিত রোহিতদের বাংলাদেশ সফর

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনাও ঘটেছে। একইসঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কেও সম্প্রতি টানাপোড়েন দেখা দিয়েছে। এই দুই প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক অবস্থান এবং এর প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াক্ষেত্রেও।

২০০৮ সাল থেকেই পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায় না ভারত। এবার ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ সফর নিয়েও অনাগ্রহ দেখাচ্ছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের নিয়ে বাংলাদেশ সফরে না যাওয়ার বিষয়টি ভাবছে বিসিসিআই।

আগামী আগস্টের ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। কিন্তু টাইমস অব ইন্ডিয়ার একটি সূত্র জানায়, “সফর পূর্বনির্ধারিত হলেও বর্তমান পরিস্থিতিতে সফরের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং সফর বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।”

অনেকে মনে করছেন, বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমানের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের কারণে ভারতীয় বোর্ড বাংলাদেশ সফর থেকে সরে আসছে। ফজলুর রহমান এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, “ভারত যদি পাকিস্তানে হামলা করে, তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এবং এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক আলোচনায় যাওয়া।”

তবে এই বক্তব্যকে বাংলাদেশ সরকারের মতামত নয় বলে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, এটি শুধুই ফজলুর রহমানের ব্যক্তিগত মত।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এই রাজনৈতিক টানাপোড়েন শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর আয়োজনকেও অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। কেননা এখনো পর্যন্ত কোনো আয়োজক দেশ চূড়ান্ত হয়নি। ভারত পাকিস্তানে খেলতে চায় না, পাকিস্তানও এককভাবে আয়োজন করতে পারছে না—এই জটিলতায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম আলোচনায় ছিল। কিন্তু ভারত যদি বাংলাদেশ সফরও বাতিল করে, তাহলে নিরপেক্ষ ভেন্যু নির্বাচন করাটাই হয়ে পড়বে বড় চ্যালেঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ