২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দশম আসরের এই টুর্নামেন্ট আগামী বছর ১২ জুন শুরু হয়ে শেষ হবে ৫ জুলাই। ছয়টি শহরের সাতটি মাঠে ২৪ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে মোট ৩৩টি ম্যাচ।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। বৃহস্পতিবার (১ মে) আইসিসির চেয়ারম্যান জয় শাহ লর্ডসে একটি অনুষ্ঠানে টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
লর্ডস ছাড়াও যে ছয়টি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলো হলো—ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল এবং ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ড।
এই আসরে দল সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে, আর বাকি চারটি দল আসবে বাছাইপর্ব খেলে।
২০২৪ ওয়ানডে সুপার কাপে ভালো পারফর্ম করায় আয়োজক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাও সরাসরি অংশগ্রহণ করবে। ফলে বাংলাদেশসহ বাকি দলগুলোকে বাছাইপর্বে খেলেই বিশ্বকাপের মূল পর্বে উঠতে হবে।