অবশেষে জয়ের দেখা পেলো চেলসি

চেলসি প্রিমিয়ার লিগে তাদের পাঁচ ম্যাচের জয়খরা শেষ করেছে স্ট্যামফোর্ড ব্রিজে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে। একইসঙ্গে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। তোসিন আদারাবিয়ো, মার্ক কুকুরেয়া এবং নোনি মাদুকে গোল করেন, যা ব্লুজদের আবার টপ ফোরে ফিরিয়ে আনতে সহায়তা করে। ঘরের মাঠে দাপট দেখিয়েই খেলেছে চেলসি ।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে (২৪ মিনিট) তোসিন আদারাবিয়ো দারুণ ফিনিশিংয়ে লিড এনে দেন দলকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাট ডোহার্টি কর্নার থেকে সমতা ফেরান, কিন্তু ব্লুজরা ৫ মিনিটের মধ্যে দুটি গোল করে আবার নিয়ন্ত্রণ নেয়। ৬০ মিনিটে মার্ক কুকুরেয়া ক্লোজ রেঞ্জ থেকে গোল করে চেলসিকে পুনরায় লিড দেন। পাঁচ মিনিট পর নোনি মাদুকে ব্যবধান ৩-১ করেন।

এই জয়ে এনজো মারেসকার দল নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটিকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে উলভস গোল ব্যবধানে রেলিগেশন জোনের বাইরে, ১৭তম স্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ