Search
Close this search box.

টোলের খরচ জানাবে গুগল ম্যাপ

প্রযুক্তি ডেস্কঃ 

টেক জায়ান্ট গুগল আকর্ষণীয় এক ফিচার যুক্ত করেছে গুগল ম্যাপে। ম্যাপ খুলেই আপনি জেনে নিতে পারবেন টোল প্লাজার খরচ সম্পর্কে।

নতুন এই ফিচার যুক্ত হওয়ার ফলে ম্যাপে গন্তব্যের শুরু এবং শেষ জায়গার নাম লিখে সার্চ দিলে যাতায়াতের সব খরচ হিসাবে করে বলে দেবে গুগল। এছাড়াও টোল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও আপনার স্ক্রিনে ভেসে উঠবে। স্থানীয় টোল কর্তৃপক্ষের সাহায্যেই এই তথ্য দেওয়া হবে।

নগদ লেনদেন এড়াতে বর্তমানে টোল প্লাজাগুলোতে ফাসট্যাগ ব্যবহার করা হয়। এই কার্ডটি গাড়িতে লাগানো থাকলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা কেটে যায়।

আর এবার গুগল ম্যাপই বলে দেবে আপনার গন্তব্যে পৌঁছতে কত খরচ হবে। তা জেনে নিয়েই ঠিক করতে পারবেন, সেই রাস্তা দিয়েই যাবেন নাকি বিকল্প পথ ধরবেন।

এবার জেনে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপ ওপেন করে জেনে নিতে পারবেন গন্তব্যে পৌঁছতে আনুমানিক খরচ কত-

# গুগল ম্যাপে গিয়ে ডানদিকে উপরের তিনটি ডটে ক্লিক করুন।

# সেখান থেকে রুট অপশনটি বেছে নিন।

# যদি টোল এড়িয়ে যেতে চান তাহলে এভোয়েড টোলস ‘avoid tolls’ অপশনটি বেছে নিতে পারেন।

গুগলের তরফে জানানো হয়েছে, ভারত, আমেরিকা, জাপান ও ইন্দোনেশিয়ার মোট দুই হাজারটি টোল প্লাজার সাথে যুক্ত হয়ে এই ফিচার চালু করা হবে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ