Search
Close this search box.

গুগল সার্চে আসছে প্রাইস ফিল্টার ফিচার

বর্তমানে কোনো কিছু কেনার আগে তার দাম ও জিনিসটি সম্পর্কে জানতে চাই আমরা। এর জন্য গুগলের সাহায্য নিয়ে থাকি। এখানে জিনিসটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। যদিও এতদিন সেখানে প্রাইস ফিল্টার ব্যবহার করে তথ্য খোঁজার সুযোগ ছিল না।

তবে, এবার ব্যবহারকারীদের সুবিধার্থে সার্চ বারে প্রাইস ফিল্টার অপশনটি নিয়ে আসছে গুগল।

দ্য টেক আউট লুক’র রিপোর্ট অনুযায়ী, সার্চে প্রাইস ফিল্টার অপশন পরীক্ষা করছে গুগল। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা তাদের বাজেট অনুযায়ী জিনিস খুঁজতে এবং দেখতে সক্ষম হবেন। যেহেতু, নতুন ফিল্টারটি এখনো পরীক্ষাধীন রয়েছে, তাই ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছাতে আরও কিছুদিন সময় লাগবে।

এ বিষয়ে কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে ইংলিশ জাগরণ। তাতে জানানো হয়েছে, এবার গুগল সার্চে শপিং সাইটের মতো দামের ফিল্টারের একটি স্লাইডর দৃশ্যমান হবে। তবে ফিচারটি নিয়ে চারদিকে চর্চা করা হলেও, এটি কবে লঞ্চ করা হবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি গুগল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ